হঠাৎ কানে ব্যথা হলে করণীয় - কানের ব্যাথার ঔষধের নাম জেনে নিন
কানের মধ্যে ব্যথা ভুল চিকিৎসা ও ওষুধ খেয়ে সমস্যা
বাড়ছে তাই হঠাৎ কানে ব্যথা হলে করণীয় - কানের ব্যাথার ঔষধের নাম জেনে
নিন। এবং সঠিক চিকিৎসা করুন এবং আপনার কানের ব্যথা দূর করুন।
সূচিপত্র: কানের ব্যথা দূর করার ঔষধ ও ঘরোয়া উপায়
হঠাৎ কানে ব্যথা হলে করণীয় - কানের ব্যাথার ঔষধের নাম জেনে নিন
আমাদের অনেক সময় দেখা যায় যে মাঝে মাঝে হঠাৎ করে কানের মধ্যে ব্যথা শুরু হয়ে
যায় যে কারণে এই ব্যথাতে আমরা ঠিকমতো ঘুমাতে এবং ঠিকমতো জীবন যাপন করতে পারি
না। কেননা কানের ব্যথার সাথে সাথে অনেকের এমন দেখা দেয় যে কানের মধ্যে শব্দ
হচ্ছে।
কানের ব্যথা হলে সাধারণত কানে কম শোনার মত সমস্যা দেখা দেয়। যে কারণে এটি
আমাদের খুব দ্রুত সমাধান করে আনতে হবে। এবং হঠাৎ করে কানে ব্যথা হলে করণীয় কি তা
আমাদের জানতে হবে। এবং আজকে আমরা আপনাকে জানাবো কানে ব্যথার ওষুধের নাম কি এবং
কানের হঠাৎ করে ব্যথা হলে কি করবেন আপনি।
হঠাৎ কানে ব্যথা হলে করণীয় - কানের ব্যাথার ঔষধের নাম হলো:
- হালকা গরম সেঁক: কানে ব্যথা দূর করার জন্য আপনি হালকা সেঁক দিতে পারেন যেটি আপনার কানের ব্যথা ভালো করতে সাহায্য করবে। কেননা আপনি যখন গরম পানির হালকা সেঁক দিবেন তখন আপনার কানের রক্তনালী গুলো প্রসারিত হবে যে কারণে আপনার কানের ব্যথা দূর হতে শুরু করবে।
- অলিভ অয়েল: কানের মধ্যে কোন ধরনের সমস্যা থাকলে অলিভ অয়েল সেটি ঠিক করতে সাহায্য করে যে কারণে কানে ব্যথা হলে আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
- পেয়ারা পাতা: পেয়ারা পাতা সেদ্ধ করে সেই পানি হালকা করে কানের মধ্যে ঢেলে সেই পানি আবার বের করে ফেলার মাধ্যমে কানের ব্যথা ভালো হতে সাহায্য করে।
- পুদিনা রস: পুদিনা রস দেওয়ার মাধ্যমে কানের ব্যাথার দূর হতে সাহায্য করে আপনি পুদিনা রস কোন একটি ড্রপ এর মাধ্যমে হালকা পরিমাণে দিতে পারেন। এতে করে আপনি আসতে আসতে আপনার কানের ব্যথা কমিয়ে আনতে পারবেন।
- বেশি বেশি পানি পান: বেশি বেশি পানি বা তরল জাতীয় পান করার মাধ্যমে কানের ব্যথা সারতে সাহায্য করে যে কারণে কানে ব্যথা হলে বেশি করে পানি এবং তরল জাতীয় জিনিস খান।
- মধু চা: মধু দিয়ে গরম চা খাওয়ার মাধ্যমে কানের ব্যথা কমতে সাহায্য করে যে কারণে মধু দিয়ে গরম চা খেতে পারেন আপনি।
- চুইংগাম: ক্রিমিনাল সাবানের মাধ্যমে গানের কোন বন্ধ অংশ থাকলে চুইংগাম চা বানানোর মাধ্যমে সেটি খুলে যেতে সাহায্য করে এবং ব্যথাও করতে সাহায্য করে।
কানের ব্যাথার ঔষধের নাম
হঠাৎ কানে ব্যথা হলে করণীয় - কানের ব্যাথার ঔষধের নাম জেনে তারপরে ওষুধ খেয়ে এবং
করণীয়গুলো অনুসরণ করে। আপনি আপনার কানের ব্যথা দূর করতে পারেন এবং আপনি যদি চান
ওষুধ খাওয়ার মাধ্যমে আপনি দ্রুত কানের ব্যথা দূর করবেন তাহলে আপনি ওষুধ খেতে
পারেন।
আরো পড়ুন: দাঁতের মাড়িতে ক্যান্সারের লক্ষণ - সমাধান জেনে নিন
ওষুধ খাওয়ার মাধ্যমে আপনি দ্রুত খানের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন এবং উপরে
করণীয় গুলো আপনি করলে আরো দ্রুত মুক্তি পেতে পারেন কানের ব্যথা থেকে। তবে
অবশ্যই ওষুধগুলো গ্রহণের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আমরা শুধু
আপনাকে সাধারণ জ্ঞান দেওয়ার জন্য এই আর্টিকেল লিখে থাকি তাই ডাক্তারের পরামর্শ
অনুযায়ী ওষুধ সেবন করুন। কানে ব্যথার ওষুধের নাম হল:
- Par`acetam`ol
- Ib`uprofen
- D`iclomol ta`blets
প্রিয় পাঠক উপরের ওষুধ গুলো আপনি সেবন করতে পারেন তবে অবশ্যই ডাক্তারের
পরামর্শ নিতে হবে। আমরা এতক্ষন হঠাৎ কানে ব্যথা হলে করণীয় - কানের ব্যাথার
ঔষধের নাম জানলাম এবং আমরা নিচে আরো হঠাৎ করে কানের ব্যথা হওয়া এবং আরো যে সকল
চিকিৎসা রয়েছে গানের এবং আরো যে সকল তথ্য রয়েছে কানে ব্যথা হওয়ার জন্য সে
সকল তথ্য নিয়ে আলোচনা করব।
হঠাৎ কানে ব্যথার কারণ কি
হঠাৎ কানে ব্যথার কারণ কি এমন ধরনের প্রশ্ন করে থাকেন অনেকেই। তবে হঠাৎ করে কোন
সময় ব্যথা হয় না সেই ব্যথার পিছে কোন না কোন কারণ থেকে থাকে। তাই
কানের হঠাৎ করেই ব্যথা হয় না।
আরো পড়ুন: ঘাড় ও মাথা ব্যথার কারণ ও প্রতিকার জেনে নিন
যে কারণে আমাদের কানের মধ্যে ব্যথা হয় সেই কারণগুলো আমাদের অবশ্যই এড়িয়ে চলা
উচিত আজকে আমরা জানবো হঠাৎ করে কারনে ব্যথার কারণ কি। হঠাৎ করে কানের ব্যাথার
কারণ হলো:
- কানে যদি কোন ধরনের আঘাত পাই বা অনেক জোরে কোন ধরনের শব্দের কারণে কানে আঘাত পায় তাহলে হঠাৎ করেই আমাদের কানের মধ্যে ব্যথা হওয়া শুরু করে।
- অনেক সময় কানের মধ্যে মন জমার কারণে কানের মধ্যে চুলকানি এবং কানের মধ্যে অন্যান্য শব্দ এবং শুনতে পাওয়া হ্রাস পাই যে কারণে কানের মধ্যে ব্যথা হতে পারে।
- কখনো যদি কানের মধ্যে কোন বস্তু আটকে বা যায় বা কোন ছোট প্রাণী যদি কানের মধ্যে চলে যায় এবং সেটি তা সেখানে মারা যায় তবে কানের মধ্যে সেটি পচে গিয়ে ব্যথা হতে পারে।
- অনেক সময় দাঁতের সমস্যার কারণে কানের মধ্যে ব্যথা হয়।
- অনেক সময় ফোঁড়ার কারণে কানের মধ্যে ব্যথা হয় কেননা ফোঁড়ার ব্যথার কারণে কানের মধ্যেও ব্যথা শুরু হয়ে যায়।
- কানের পর্দা ফেটে যাওয়ার কারণে কানের মধ্যে ব্যথা হতে পারে এবং কানের মধ্যে তরল কোন কিছু বের বের হতে পারে আবার আপনি শুনতেও না পেতে পারেন।
- অনেক সময় কানের মধ্যে ইনফেকশন হওয়ার কারণে কানে অনেকে শুনতে পায় না। এবং সেই ক্ষেত্রে কারণে কানের মধ্যে অনেক পরিমাণে ব্যথা হয়।
ওপরে যে সকল কারণ দেখানো হয়েছে সে সকল কারণেই কানের মধ্যে ব্যথা
সৃষ্টি হয়। এর জন্য যদি অতিরিক্ত পরিমাণে কানের সমস্যা হয়ে থাকে আপনার তবে
অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নিন।
কানের ব্যাথার ড্রপের নাম
কানের ব্যথার জন্য ড্রপ ব্যবহার করার পূর্বে কোন ওষুধ খেতে হবে এবং কোন ড্রপ
কোন অ্যান্টিবায়োটিক খাওয়ার নিয়ম, সময়, কখন ব্যবহার করতে হবে সেটি অভিজ্ঞ চিকিৎসক এর থেকে
জেনে নেওয়া ভালো। আমরা খুব সহজেই কানের ড্রপ ব্যবহার করলে কানের ব্যথা সারিয়ে
তুলতে পারি।
যে কারণে কানের ব্যথা হয়েছে সেই কারণগুলো এড়িয়ে চলুন এবং কানের যত্ন নিন এবং
এর পাশাপাশি কানের ব্যথা হলে করণীয় যে সকল কিছু রয়েছে তা মেনে চলুন এবং সঠিক
নিয়মে ওষুধ খান। তাহলে আপনার অর্ধেক কানের ব্যথা ভালো হয়ে যাবে। এবং এর
পাশাপাশি যে ড্রপ আপনি কানে দিবেন তার নাম হলো:
- Clod`ibiotic Ear Drop
- Ofo`dol Ear Drop
- Otif`lox Ear Drops
- Antip`yrine
- Benz`ocaine
আমরা আপনাকে শুধুমাত্র সাধারণ জ্ঞান দেওয়ার জন্য ড্রপ এর নাম গুলো বললাম। আপনি
চাইলে রেকর্ড রোড ড্রপ ব্যবহার করতে পারেন। তবে ড্রপ ব্যবহারের পূর্বে অভিজ্ঞ
চিকিৎসক এর কাছ থেকে কিভাবে এবং কোন ড্রপ বেশি ভালো হবে সেটি জেনে ব্যবহার করা
অনেক ভালো।
কানে ব্যথার ঘরোয়া চিকিৎসা
আমরা খুব সহজে কানের ব্যথা ঘরোয়া ভাবে চিকিৎসা করে দূর করতে পারি। উপরে যেমন
আমরা হঠাৎ কানে ব্যথা হলে করণীয় - কানের ব্যাথার ঔষধের নাম সম্পর্কে জেনেছি
এখন আমরা জানবো কানের ব্যথা ঘরোয়া ভাবে কিভাবে ঠিক করা যায়।
এর জন্য সর্বপ্রথম আমাদের হালকা গরম পানির সেঁক দিতে হবে আমাদের কানে। এবং তারপরে
আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি এবং হালকা পরিমাণে সেটি কানের মধ্যে দিতে পারি
এবং অলিভ অয়েল অনেক হালকা পরিমাণে দিতে পারেন আপনি অতিরিক্ত দিলে সমস্যা হতে
পারে।
নারকেলের তেলও আপনি ব্যবহার করতে পারেন হালকা পরিমাণে অথবা আপনি ড্রপ দিয়ে একদম
হালকা পরিমাণে কানের মধ্যে নারকেলের তেল দিতে পারেন। অথবা আদা বা রসুন এর রস ব্যবহার করতে
পারেন আপনি কান এর ব্যথা দূর করতে।
মধু দিয়ে যদি আপনি চা খেতে পারেন তবে এটি আপনার জন্য অনেক বেশি উপকারী হতে
পারে। এর জন্য আপনি মধু দিয়ে চা খাওয়ার চেষ্টা করবেন যে কারণে কানের ব্যথা
ঘরোয়া ভাবেই চলে যাবে।
ঠান্ডায় কানে ব্যথা হলে করণীয়
অনেক সময় দেখা যায় ঠান্ডা লাগার কারণে অথবা ফ্লু হওয়ার কারণে কানের মধ্যে
অনেক ব্যথা হয়ে থাকে। এই ব্যথা দূর করার জন্য আপনি ওষুধ সেবন করতে পারে অথবা
আপনি ড্রপ দিতে পারেন। অথবা আপনি ঘরোয়া যে সকল পদ্ধতি রয়েছে সে সকল পদ্ধতি
অনুসরণ করে আপনার কানের ব্যথা দূর করতে পারেন এর মধ্যে সবথেকে উত্তম হবে।
আরো পড়ুন: কাশির সাথে রক্ত আসার কারণ কি ও সমাধান জানুন
আপনি যদি গরম পানির সেঁক দেন, এবং আপনি খুব সহজেই হঠাৎ কানে ব্যথা হলে করণীয় -
কানের ব্যাথার ঔষধের নাম গুলো ভালোভাবে জেনে সেই অনুযায়ী আপনি যদি অভিজ্ঞ
চিকিৎসক এর কাছ থেকে ওষুধ খান তবে আপনার কানের ব্যথা দ্রুত ঠিক হয়ে যাবে। এবং
ওপরের করনীয় গুলো মেনে চলুন।
কানের ইনফেকশনের ঔষধ নাম
কানের মধ্যে ইনফেকশন হওয়ার কারণে অনেকেই কারণ এ শুনতে পায় না এবং কানের মধ্যে
যদি দীর্ঘ সময় ধরে ইনফেকশন থাকে তবে অনেকের শোনার শক্তি হারিয়ে ফেলে।
যে
কারণে কানের মধ্যে যদি কোন ইনফেকশন হয় তবে এটিকে এক হালকা ভাবে না নিয়ে যত
দ্রুত সম্ভব তত দূরত্ব এই টির চিকিৎসা করা উচিত। কানের ইনফেকশনের ওষুধের নাম
হলো:
- Inta`fenac tablets
- Sefd`ini
- Ac`fex 500mg Capsule
কানের ব্যাথার ঔষধের নাম বাংলাদেশ
আপনার কানের যদি সমস্যা হয়ে থাকে তবে আপনি হঠাৎ কানে ব্যথা হলে করণীয় - কানের
ব্যাথার ঔষধের নাম খেতে পারেন। ওষুধ খাওয়ার বিষয়ে অনেককেই মনে করেন বাইরে
দেশের ওষুধ এর থেকে বাংলাদেশের ওষুধ অনেক ভালো তাই অনেকে বাংলাদেশী ওষুধ খুঁজে
থাকেন। কানের ব্যথার ওষুধের নাম বাংলাদেশ হলো:
- Nor`dics
- Dic`lomol
আপনার যদি কানের মধ্যে কোন সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই এর থেকে কাল পরীক্ষা
করে তারপরে ওষুধ খাওয়া উচিত। আমরা শুধু আপনাকে সাধারণ জ্ঞান অর্জন এর জন্য
আর্টিকেল লিখেছি। আপনি আমাদের যে কোন ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসক এর
পরামর্শ নি।
আমাদের পরামর্শ
প্রিয় পাঠক উপরে থেকে হঠাৎ কানে ব্যথা হলে করণীয় - কানের ব্যাথার ঔষধের নাম
জেনে নিন। যেটি আপনার কানের ব্যথা এবং কানের আরো অন্যান্য যে সকল সমস্যা রয়েছে
সেটি দূর করতে সাহায্য করে। এবং আপনার কাজের মধ্যে যদি কোন ধরনের সমস্যা হয়ে
থাকে।
তবে অবশ্যই সমস্যার সময়ে কানের মধ্যে কোন ধরনের লোহার কোন কিছু কিংবা শক্ত
কিন্তু কিছু দেবেন না। এবং শ্যাম্পুর পানি বা অন্যান্য কোন কিছুই খানের মধ্যে
প্রবেশ করতে দিবেন না। আপনার যদি কানের মধ্যে সমস্যা হয়ে থাকে অভিজ্ঞ চিকিৎসকের
পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url