শপিফাই ড্রপশিপিং কি - What is dropshipping
গ্রাফিক্স ডিজাইন ছবি (কাস্টমাইজ)প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি আমরা লিখেছি মূলত শপিফাই ড্রপশিপিং কি - What
is dropshipping বিষয়কে কেন্দ্র করে। সঙ্গে থাকছে ড্রপশিপিং কিভাবে শুরু
করব সম্পর্কিত অতিরিক্ত তথ্যও, যা পড়লে আপনি পুরো বিষয়টি সহজেই শপিফাই
ড্রপশিপিং নিয়ে সকল বিষয় গুলো বুঝতে পারবেন, ইন শা আল্লাহ।
সূচিপত্র: শপিফাই ড্রপশিপিং কি
শপিফাই ড্রপশিপিং কি - What is dropshipping
প্রিয় পাঠক, বর্তমানে ই-কমার্স দুনিয়ায় সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় একটি ব্যবসার ধরন
হলো ড্রপশিপিং। আর যখন আমরা Shopify প্ল্যাটফর্মের মাধ্যমে এই ব্যবসাটি করি, তখন
একে বলা হয় শপিফাই ড্রপশিপিং।
অনেকেই জানতে চান, শপিফাই ড্রপশিপিং কি - What is dropshipping? সহজভাবে বললে,
এটি এমন একটি ব্যবসা যেখানে আপনি নিজের কাছে পণ্য না রেখেও অনলাইনে বিক্রি করতে
পারেন। আপনি একটি অনলাইন দোকান তৈরি করেন,
পণ্য যুক্ত করেন, কাস্টমার অর্ডার দিলে আপনি সেই অর্ডারটি সরাসরি সাপ্লায়ারকে
পাঠিয়ে দেন এবং সাপ্লায়ার সেই পণ্যটি গ্রাহকের ঠিকানায় ডেলিভারি করে দেয়। এই পুরো
প্রক্রিয়ায় আপনার কোন গুদাম বা ইনভেন্টরি রাখার প্রয়োজন পড়ে না।
ফলে আপনি খুব কম খরচে একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। Shopify এখানে একটি
প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে আপনি নিজের একটি ই-কমার্স সাইট বানাতে পারেন
সহজেই। Shopify আপনাকে একটি প্রফেশনাল ওয়েবসাইট,পেমেন্ট গেটওয়ে, অর্ডার
ম্যানেজমেন্ট সিস্টেম এবং থার্ড-পার্টি অ্যাপ ইন্টিগ্রেশন সুবিধা দিয়ে
থাকে।
বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ আজ শপিফাই ড্রপশিপিং ব্যবসার মাধ্যমে মাসে
লক্ষাধিক টাকা ইনকাম করছেন। আপনি যদি ভাবেন, আমি কোথায় যাব, কীভাবে শুরু করব
তাহলে শপিফাই আপনাকে শুরু করার জন্য প্রস্তুত একটি প্ল্যাটফর্ম দেয়,
যেখানে আপনার শুধু প্রয়োজন ভালো প্রোডাক্ট নির্বাচন এবং গ্রাহকের কাছে সঠিকভাবে
প্রমোশন করা। এছাড়াও, শপিফাই ড্রপশিপিং কি? What is dropshipping এই প্রশ্নটির
উত্তর শুধুমাত্র প্রযুক্তি জানা মানুষদের জন্য নয়। আপনি যদি একজন শিক্ষার্থী,
গৃহিণী, চাকরিজীবী অথবা বেকার হন, তবুও এটি হতে পারে আপনার ইনকামের অন্যতম
উৎস।
আরো পড়ুন: গ্রাফিক্স ডিজাইন কি কাকে বলে?
কারণ এটি একবার শিখে ফেললে এবং সফলভাবে একটি Shopify Store সেটআপ করে ফেললে আপনি
নিজেই অনলাইন বিজনেসের কর্ণধার হতে পারেন। সবচেয়ে চমৎকার দিক হলো, আপনাকে কোন
প্রোডাক্ট হ্যান্ডেল করতে হয় না, স্টোরেজ দরকার হয় না এবং শিপিং সম্পর্কেও চিন্তা
করতে হয় না।
এসব কাজ করে আপনার হয়ে সাপ্লায়ার। ফলে আপনার কাজ শুধুমাত্র দোকান পরিচালনা করা
এবং মার্কেটিং করা। আর এজন্য আজ সারা বিশ্বজুড়ে সবাই জানতে চায়, শপিফাই ড্রপশিপিং
কি - What is dropshipping, এবং এটি কিভাবে আয় করার সেরা সুযোগ হতে পারে।
ড্রপশিপিং কিভাবে শুরু করব সঠিক গাইডলাইন
ড্রপশিপিংয়ের প্রতি আগ্রহ অনেকের থাকলেও একটি সাধারণ প্রশ্নই তাদের থমকে দেয়:
ড্রপশিপিং কিভাবে শুরু করব? এই প্রশ্নের উত্তর জানাটা যেমন সহজ, তার চেয়ে বেশি
গুরুত্বপূর্ণ হলো আপনি কি এটা শুরু করার জন্য প্রস্তুত? আমি নিজেই যেমন প্রথমে
শুরুর পথ খুজে পাচ্ছিলাম না।
কারণ এই ব্যবসার সফলতা নির্ভর করে সঠিক পরিকল্পনা, অধ্যবসায় ও ধৈর্যের উপর।
প্রথমেই আপনাকে Shopify-তে একটি একাউন্ট খুলতে হবে। Shopify আপনাকে ৩ দিনের জন্য
ফ্রি ট্রায়াল দেয়। আপনি সেই সময়টুকুতে সাইট কিভাবে তৈরি করবেন, কিভাবে থিম
বসাবেন,
পণ্য কিভাবে যুক্ত করবেন সব শিখে নিতে পারেন। এরপর আপনাকে প্রয়োজন একটি নিস বা
প্রোডাক্ট ক্যাটেগরি বেছে নেওয়া। উদাহরণস্বরূপ: পোষ্য পণ্য, হেলথ প্রোডাক্টস,
গ্যাজেট, বা ফ্যাশন আইটেম ইত্যাদি। নেক্সট স্টেপ হলো প্রোডাক্ট সোর্সিং।
আপনি Oberlo, DSers বা CJ Dropshipping-এর মাধ্যমে Aliexpress, CJ Wholesale বা
USA বেসড সাপ্লায়ার থেকে পণ্য ইমপোর্ট করতে পারেন। এই ইমপোর্ট করা প্রোডাক্ট আপনি
আপনার Shopify Store-এ লিস্ট করবেন, সুন্দরভাবে টাইটেল, বর্ণনা, ও প্রাইস সেট
করে।
এরপর আপনি শুরু করবেন ডিজিটাল মার্কেটিং, যেটি আপনার বিক্রির মূল হাতিয়ার।
Facebook Ads, Google Ads, বা TikTok Ads ব্যবহার করে আপনি আপনার পণ্যকে টার্গেট
অডিয়েন্সের কাছে পৌঁছে দেবেন। এই প্রক্রিয়ায় আপনি যদি সঠিকভাবে স্টেপগুলো অনুসরণ
করেন,
তাহলে খুব সহজেই সফল হতে পারবেন। অনেকেই ভাবেন, আমি টেকনোলজি জানি না, আমি কি
পারব? নিশ্চয়ই পারবেন। শুধু প্রয়োজন প্রতিদিন কিছুটা সময় দিয়ে শেখা। ইউটিউব,
ব্লগ, বা অনলাইন কোর্সের মাধ্যমে আপনি সম্পূর্ণ প্রক্রিয়াটি আয়ত্তে আনতে
পারবেন।
শুরুতে আপনি যদি প্র্যাকটিস হিসেবে একটি ডেমো স্টোর তৈরি করেন, তাহলে হাতেকলমে
শিখে ফেলা যাবে সব কিছু। তাই যদি আপনার প্রশ্ন হয়, ড্রপশিপিং কিভাবে শুরু করব
উত্তর হলো: Shopify Store খুলুন, প্রোডাক্ট লিস্ট করুন, সাপ্লায়ার যুক্ত করুন এবং
অনলাইন মার্কেটিং শুরু করুন।
বাকি পথ আপনি নিজেই তৈরি করে নেবেন। শুরুটা ছোট হলেও একদিন এই ছোট উদ্যোগ হতে
পারে আপনার বড় সফলতার গল্প।
শপিফাই ড্রপশিপিং শিখতে কতদিন লাগে
অনেকেই অনলাইন ইনকামের কথা শুনলে উৎসাহী হয়ে পড়েন, কিন্তু কিছুটা দ্বিধাতেও
থাকেন, কারণ শুরুর আগে একটা সাধারণ প্রশ্ন সবার মনে আসে: শপিফাই ড্রপশিপিং শিখতে
কতদিন লাগে? প্রশ্নটা একদম স্বাভাবিক। কারণ কেউই চায় না অজানা জিনিসে সময় নষ্ট
করতে।
তবে খুশির বিষয় হলো, Shopify ড্রপশিপিং শেখা একদমই কঠিন কিছু নয় বরং নিয়ম মেনে
চললে আপনি খুব দ্রুত শিখে ফেলতে পারবেন। ড্রপশিপিং শেখার সময়কাল নির্ভর করে আপনি
কতটা সিরিয়াস, কতটা সময় দিচ্ছেন, এবং আপনার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা তার
উপর।
একেবারে নতুন হলেও, যদি প্রতিদিন ২-৩ ঘণ্টা মনোযোগ দিয়ে সময় দেন, তাহলে ২০-৩০
দিনের মধ্যেই Shopify ড্রপশিপিং শেখা সম্ভব। আপনি এই সময়ের মধ্যে Shopify Store
তৈরি, প্রোডাক্ট ইমপোর্ট, পেমেন্ট গেটওয়ে সেটআপ,
অর্ডার প্রসেসিং এবং Facebook/Google/TikTok মার্কেটিং–সব কিছু শিখে নিতে পারবেন।
প্রথম ৫-৭ দিনে আপনি Shopify সম্পর্কে বেসিক ধারণা পাবেন, কিভাবে থিম ব্যবহার
করবেন, প্রোডাক্ট অ্যাড করবেন, সেটি শিখে ফেলবেন।
আরো পড়ুন: জরুরী লোন - সহজ কিস্তিতে লোন
এরপরের ৭-১০ দিনে আপনি শিখবেন কিভাবে Aliexpress বা CJdropshipping থেকে পণ্য
ইমপোর্ট করতে হয়, কিভাবে প্রোডাক্টের বর্ণনা, দাম ও ছবি সুন্দরভাবে উপস্থাপন করতে
হয়। এরপর আপনি মূলত যাবেন মার্কেটিং-এর দিকে, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ
অংশ।
কেননা আপনি যতো ভালো মার্কেটিং জানবেন, ততো ভালো বিক্রি পাবেন।শপিফাই ড্রপশিপিং
কি? বর্তমানে YouTube, Udemy, Coursera, এবং Google Digital Garage-এর মতো
প্ল্যাটফর্মে অসংখ্য ফ্রি ও পেইড কোর্স আছে যা আপনার শিখতে সাহায্য করবে।
Shopify-এর অফিসিয়াল ওয়েবসাইটেও ডেডিকেটেড হেল্প সেকশন রয়েছে যেখানে শুরু থেকে
শেষ পর্যন্ত গাইডলাইন দেওয়া আছে। তবে মনে রাখবেন, শেখা কখনো থেমে থাকে না। আপনি
যত বেশি শিখবেন, ততই উন্নত হবেন। Shopify ড্রপশিপিং একটি চলমান ব্যবসা
মডেল,
যেখানে প্রতিনিয়ত নতুন নতুন স্ট্র্যাটেজি, টুলস ও মার্কেটিং ট্রেন্ড আসছে। তাই এক
মাসে শেখার পরেও আপনাকে নিয়মিত আপডেট থাকতে হবে।
তাই, যদি আপনার মনে প্রশ্ন থাকে শপিফাই ড্রপশিপিং শিখতে কতদিন লাগে, উত্তর হলো
কেবলমাত্র এক মাস বা তার কম সময়েই আপনি শিখে ফেলতে পারেন, যদি আপনি মনোযোগ দিয়ে
ধারাবাহিকভাবে সময় দেন। শুরুর জন্য এই সময়টুকু যথেষ্ট।
শপিফাই ড্রপশিপিং করে কত টাকা ইনকাম করা যায়
অনলাইন আয় নিয়ে যাদের আগ্রহ, তাদের মাঝে সবচেয়ে বেশি আগ্রহের বিষয় হচ্ছে শপিফাই
ড্রপশিপিং করে কত টাকা ইনকাম করা যায়? এই প্রশ্নের একক কোনো নির্দিষ্ট উত্তর নেই,
কারণ এটি পুরোপুরি নির্ভর করে আপনি কতটা পরিকল্পিতভাবে কাজ করছেন এবং কোন মার্কেট
টার্গেট করছেন তার উপর।
তবে হ্যাঁ, এই প্ল্যাটফর্মে সফলরা হাজার হাজার ডলার পর্যন্ত আয় করছেন, এবং আপনি
চাইলে আপনিও সেই তালিকায় যুক্ত হতে পারেন। Shopify ড্রপশিপিং-এ ইনকামের পরিমাণ
শুরুতেই বিশাল হবে না। অনেকেই প্রথম মাসেই সেল পেতে পারেন, আবার কারো ১-২ মাস সময়
লাগে প্রথম অর্ডার পেতে।
একবার আপনি যদি মার্কেটিং এবং প্রোডাক্ট নির্বাচন ঠিকভাবে করতে পারেন, তাহলে
ইনকাম ধীরে ধীরে বাড়তেই থাকবে। শুরুর পর্যায়ে মাসে ১০০-৫০০ ডলার ইনকাম করা বেশ
স্বাভাবিক। এরপর আপনি যদি সফলভাবে একটি নির্দিষ্ট মার্কেট টার্গেট করে Facebook
বা Google Ads চালাতে পারেন,
তাহলে ইনকাম কয়েক হাজার ডলার পর্যন্ত পৌঁছে যেতে পারে। অনেক প্রফেশনাল ড্রপশিপার
Shopify থেকে মাসে ৫০০০-১০,০০০ ডলার পর্যন্ত ইনকাম করছেন, এমনকি কেউ কেউ এরচেয়েও
বেশি। তবে এক্ষেত্রে কিছু খরচও থাকে যেমন Shopify সাবস্ক্রিপশন, ডোমেইন, অ্যাপস ও
মার্কেটিং খরচ।
তাই ইনকামের হিসেব করতে গেলে নিট প্রফিট হিসেব করা উচিত। উদাহরণস্বরূপ, আপনি যদি
এক মাসে ৩০০০ ডলার সেল করেন, এবং আপনার খরচ থাকে ২০০০ ডলার, তাহলে আপনার নিট
প্রফিট হয় ১০০০ ডলার যেটা একটি দারুণ রেজাল্ট।
তাই, যাদের প্রশ্ন শপিফাই ড্রপশিপিং করে কত টাকা ইনকাম করা যায়, তাদের জন্য বলবো:
এটি আপনার দক্ষতা, সময় এবং ইনভেস্টমেন্টের উপর নির্ভর করে। আপনি যত বেশি চেষ্টা
করবেন, শেখার মনোভাব রাখবেন এবং নিজের ভুলগুলো বিশ্লেষণ করবেন, ইনকাম ততটাই
বাড়বে।
শপিফাই ড্রপশিপিং করতে কি কি লাগে
Shopify ড্রপশিপিং শুরু করতে গেলে প্রথমেই জানতে হবে শপিফাই ড্রপশিপিং করতে কি কি
লাগে? আপনি যদি সত্যিই এই ব্যবসায় সফল হতে চান, তাহলে কিছু বিষয় প্রস্তুত রাখা
জরুরি। প্রথমেই প্রয়োজন একটি কম্পিউটার বা স্মার্টফোন এবং ভালো মানের ইন্টারনেট
কানেকশন।
এরপর প্রয়োজন Shopify Store যেটা আপনি ৩ দিনের জন্য ফ্রি ব্যবহার করতে পারবেন এবং
তারপর মাসিক সাবস্ক্রিপশন নিতে হবে। Shopify Store খোলার পর একটি ডোমেইন নাম
লাগবে, যেটা আপনি Shopify-এর মাধ্যমেই কিনে নিতে পারেন (খরচ: ১০-১৫ ডলার)।
এরপর আসবে প্রোডাক্ট সিলেকশন এবং সোর্সিং। আপনি CJ Dropshipping, AliExpress, বা
অন্য কোন মার্কেটপ্লেস থেকে পণ্য নির্বাচন করে Store-এ অ্যাড করবেন। এছাড়া কিছু
থার্ড পার্টি অ্যাপ যেমন DSers বা Oberlo লাগবে প্রোডাক্ট ইমপোর্ট করার
জন্য।
Marking Tools হিসেবে Facebook Page, Instagram, Google Ads, বা TikTok
অ্যাকাউন্ট থাকা গুরুত্বপূর্ণ।শপিফাই ড্রপশিপিং কি? আপনি চাইলে Email Marketing
Tool (যেমন Klaviyo), Chat Apps (Tidio), এবং Order Tracking Tool ব্যবহার করতে
পারেন।
পেমেন্ট সিস্টেম হিসেবে আপনাকে PayPal, Stripe বা 2Checkout-এর মতো আন্তর্জাতিক
পেমেন্ট গেটওয়ে যুক্ত করতে হবে। আপনি যদি বাংলাদেশের ইউজার হন, তাহলে Wise বা
Payoneer অ্যাকাউন্ট খোলা লাগবে পেমেন্ট গ্রহণের জন্য।
তাই এক কথায়, শপিফাই ড্রপশিপিং করতে যা যা লাগে:
- কম্পিউটার/মোবাইল
- ইন্টারনেট
- Shopify Store
- ডোমেইন
- ড্রপশিপিং অ্যাপ
- মার্কেটিং প্ল্যাটফর্ম
- পেমেন্ট গেটওয়ে
- কিছু প্রাথমিক বাজেট এবং শেখার আগ্রহ
শপিফাই ড্রপশিপিং এ কি ইনভেস্ট করতে হয়
একটি Shopify ড্রপশিপিং ব্যবসা শুরু করতে গেলে যেটা নিয়ে প্রায় সবাই দ্বিধায় পড়ে
যান, সেটি হলো শপিফাই ড্রপশিপিং এ কি ইনভেস্ট করতে হয়? অর্থাৎ, এই ব্যবসা শুরু
করতে কি কোনো অর্থ খরচ করতে হয়, না কি সম্পূর্ণ ফ্রি? প্রশ্নটি একদম
যৌক্তিক।
কারণ ড্রপশিপিং সম্পর্কে জানার সময় প্রায়ই বলা হয়, No Inventory Needed, Low
Investment ফলে অনেকেই ধরে নেন এটা একদম বিনা খরচে শুরু করা যায়। আসলে বিষয়টি
হলো, Shopify ড্রপশিপিং সম্পূর্ণ ফ্রি নয়, তবে তুলনামূলকভাবে অনেক কম খরচে শুরু
করা যায়।
আরো পড়ুন: মেয়ে পটানোর মিষ্টি কথা
কারণ এই মডেলে আপনাকে কোনো প্রোডাক্ট কিনে মজুদ করতে হয় না, গুদাম ভাড়া দিতে হয়
না, অথবা শিপিং-লজিস্টিকস সামলাতে হয় না। এসব বড় খরচ বাদ থাকলেও কিছু বেসিক
ইনভেস্টমেন্ট আছে যা একেবারেই অপরিহার্য।
প্রথম ইনভেস্টমেন্ট আসে Shopify Store সাবস্ক্রিপশনে। Shopify সাধারণত প্রতি মাসে
$৩৯ চার্জ করে তাদের বেসিক প্ল্যানের জন্য। এরপর আপনাকে একটি কাস্টম ডোমেইন নিতে
হবে যেটার খরচ $১০-$১৫ ডলার প্রতি বছর।
এছাড়া কিছু থার্ড-পার্টি অ্যাপ যেমন DSers, Oberlo, বা অন্যান্য Marketing Tool
ফ্রি তে থাকলেও উন্নত ফিচারের জন্য মাঝে মাঝে সাবস্ক্রিপশন নিতে হতে পারে। সবচেয়ে
গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট হলো মার্কেটিং। কারণ গ্রাহক না জানলে, আপনার সাইটে কেউ
আসবে না, অর্ডারও দেবে না।
তাই Facebook Ads, Google Ads বা TikTok মার্কেটিংয়ে কমপক্ষে $৫০-$১০০ ডলার খরচ
করতেই হবে। অনেকে সেল পাওয়ার আগ পর্যন্ত প্রতিদিন $৫-$১০ ডলারের মতো বাজেট নিয়ে
শুরু করেন। এছাড়াও, যদি আপনি কাউকে দিয়ে স্টোর ডিজাইন,
কনটেন্ট রাইটিং বা লোগো ডিজাইন করিয়ে নিতে চান, তাহলে সেটাও ইনভেস্টমেন্টের মধ্যে
পড়বে। তবে আপনি যদি নিজেই শিখে সব কিছু করতে পারেন, তাহলে অনেকটাই কম খরচে কাজ
সেরে নিতে পারবেন।
সংক্ষেপে, শপিফাই ড্রপশিপিং এ যে ইনভেস্ট করতে হয় তা হলো:
- Shopify Subscription: প্রতিমাসে ৩৯ ডলার
- ডোমেইন: $১০-১৫/বছর
- মার্কেটিং: $৫০-$১০০+ (প্রতি মাসে)
- অন্যান্য অ্যাপস ও টুলস (ঐচ্ছিক): $০-$৫০
সুতরাং, আপনি যদি সিরিয়াসলি Shopify ড্রপশিপিং শুরু করতে চান, তাহলে প্রথম মাসে
আনুমানিক $১০০-$২০০ ডলার ইনভেস্টমেন্টের জন্য প্রস্তুত থাকা উচিত। এই
ইনভেস্টমেন্ট আপনি ধীরে ধীরে সেল থেকে উঠে আনতে পারবেন যদি আপনার পরিকল্পনা সঠিক
হয়।
শপিফাই ড্রপশিপিং এর ওয়েবসাইট কোনটি
আমরা অনেকেই আছি যারা নতুন করে Shopify ড্রপশিপিং শুরু করতে চাইলেও ঠিকভাবে খুঁজে
পাই না যে শপিফাই ড্রপশিপিং এর ওয়েবসাইট কোনটি? এটা জানা খুব গুরুত্বপূর্ণ কারণ
অনলাইনে অনেক ফেক ও প্রতারণামূলক সাইট রয়েছে যারা Shopify নামে ভুয়া প্ল্যাটফর্ম
তৈরি করে ফেলেছে।
তাই আপনাকে প্রথমেই বুঝতে হবে, Shopify-এর অফিসিয়াল এবং অথেনটিক ওয়েবসাইট কোনটি।
Shopify ড্রপশিপিং-এর অফিসিয়াল ওয়েবসাইট হলো:
https://www.shopify.com এই
ওয়েবসাইটে গেলে আপনি Shopify সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন, কীভাবে Shopify
Store খোলা যায়, কত খরচ লাগে,
কোন ফিচারগুলো পাওয়া যায় এসব বিষয়ে একদম Step-by-Step নির্দেশনা দেওয়া আছে।
Shopify.com এ গিয়ে আপনি সরাসরি ৩ দিনের ফ্রি
ট্রায়াল নিতে পারবেন, অর্থাৎ কোনো পেমেন্ট তথ্য না দিয়েই আপনি তাদের প্ল্যাটফর্ম
ব্যবহার করে দেখতে পারবেন। এই ট্রায়াল পিরিয়ডে আপনি:
- একটি সম্পূর্ণ Store বানাতে পারবেন
- থিম ইনস্টল করতে পারবেন
- প্রোডাক্ট অ্যাড করতে পারবেন
- Store Preview দেখতে পারবেন
- অ্যাপ ইন্টিগ্রেশন করতে পারবেন
এছাড়া Shopify ড্রপশিপিং সাপোর্টের জন্য যেসব টুলস দরকার, যেমন Oberlo (যদিও এখন
DSers ব্যবহৃত হয়), CJ Dropshipping, বা Spocket এসব অ্যাপও Shopify App Store-এর
মাধ্যমেই যুক্ত করা যায়।
Shopify.com সাইটেই আপনি এই App Store, Themes,
এবং Tutorial Blog ইত্যাদির অপশন পেয়ে যাবেন। তবে সতর্ক থাকতে হবে অনেকে Google এ
Shopify dropshipping লিখে সার্চ করে এবং স্পন্সরড ফেক সাইটে ঢুকে যায়।
ফলে সাবধানতা অবলম্বন করে কেবলমাত্র
https://www.shopify.com সাইটেই কাজ করা
উচিত। আপনি যদি সত্যিই জানেন শপিফাই ড্রপশিপিং এর ওয়েবসাইট কোনটি, তাহলে আপনি
নিজেই ফ্রড থেকে নিরাপদ থাকবেন এবং সফলভাবে Shopify ড্রপশিপিং শুরু করতে পারবেন।
শপিফাই-ড্রপশিপিং-করে-কত-টাকা-ইনকাম-করা-যায়
আমাদের অনেকের মনে একটা প্রশ্ন ঘোরপাক খায় সেটি হচ্ছে, শপিফাই ড্রপশিপিং করে কি
সফলতা অর্জন করা যাবে? খুব স্বাভাবিকভাবেই, যেকোনো নতুন উদ্যোগে আমরা জানতে চাই
এর ভবিষ্যত কতটা নিরাপদ, এর মাধ্যমে আদৌ কি আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারব?
উত্তর হলো - হ্যাঁ, Shopify ড্রপশিপিং করে সফলতা অর্জন করা পুরোপুরি সম্ভব। তবে
তার জন্য দরকার হবে পরিকল্পনা, ধৈর্য, নিয়মিত শেখা, এবং মার্কেটিংয়ে দক্ষতা। কারণ
এই ব্যবসাটি অন্যদের চেয়ে সহজ হলেও এটি কোনো Get Rich Quick স্কিম নয়।
Shopify ড্রপশিপিং-এর মাধ্যমে সফলতা পেতে হলে আপনাকে প্রথমেই একটি ভালো নিস
(Product Category) নির্বাচন করতে হবে। আপনি যদি এমন প্রোডাক্ট সিলেক্ট করেন যেটি
মার্কেটে চাহিদা আছে, তবে আপনার সেলও বেশি হবে।
একইসাথে, আপনার স্টোরের ডিজাইন, ইউজার এক্সপেরিয়েন্স, পণ্যের বিবরণ এবং
গ্রাহকসেবাও হতে হবে যথাযথ। অনেক সফল Shopify ড্রপশিপার তাদের ব্যবসার শুরু
করেছিলেন মাসিক ১০০ ডলার সেল থেকে। কিন্তু সময়ের সাথে সাথে তারা প্রতিদিন
$৫০০-$১০০০ পর্যন্ত সেল করছেন।
কেউ কেউ এমনকি নিজের ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন এবং ড্রপশিপিং থেকে বের হয়ে
Private Label ব্যবসায় চলে গেছেন। তবে আপনাকে বুঝতে হবে, সফলতা রাতারাতি আসে না।
হয়তো প্রথম ১-২ মাসে তেমন সেল পাবেন না।
কিন্তু যদি আপনি প্রতিদিন অল্প সময় নিয়ে শেখেন, প্রচার চালান, এবং নিজের ভুলগুলো
ঠিক করেন, তবে এক সময় এই ব্যবসা থেকেই আপনি নিজের পুরো জীবনের অর্থনৈতিক মুক্তি
অর্জন করতে পারবেন। তাই যাঁরা জানতে চাচ্ছেন, শপিফাই ড্রপশিপিং করে কি সফলতা
অর্জন করা যাবে?
তাদের বলব, অবশ্যই সম্ভব। শুধু দরকার নিজের প্রতি বিশ্বাস, অধ্যবসায় এবং দৃঢ়
মনোভাব। সঠিক পথ অনুসরণ করলে Shopify ড্রপশিপিং আপনাকে শুধু আয় নয়, বরং একটি সফল
ডিজিটাল ক্যারিয়ারও গড়ে দিতে পারে।
লেখকের মন্তব্য
আশা করি, আজকের এই আর্টিকেলটি আপনাদেরকে শপিফাই ড্রপশিপিং কি - What is
dropshipping সম্পর্কে এ বিষয়ে সব কনেসপ্টে ক্লিয়ার করে দিয়েছে। যদি এই বিষয়ে
আপনাদের কোনো প্রশ্ন থাকে বা মূল্যবান মতামত জানাতে চান,
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আর্টিকেলটি শেয়ার করে আপনার আত্মীয়স্বজন ও
প্রিয়জনদেরও শপিফাই ড্রপশিপিং কি - What is dropshipping বিষয়ে যানার সুযোগ করে
দিন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url