১৫- ১৮ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৫-২০২৬

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল১৫ থেকে ১৮ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল যদি খুঁজে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। এবং সর্বশেষে ২০ থেকে ২৫ হাজার টাকার ফোন নিয়েও রিভিউ দেওয়া হয়েছে। আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা প্রোপার একটি রিভিউ পেয়ে যাবেন।
১৫- ১৮ -হাজার-টাকার-মধ্যে-সেরা-মোবাইল-২০২৫-২০২৬
সূচিপত্র: ১৫- ১৮ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল   

১৫ - ১৮ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৫-২০২৬

আজকের এই আর্টিকেল সবচাইতে প্রয়োজনীয় আর্টিকেল আপনাদের জন্য টপ ফাইভ বেস্ট স্মার্টফোন 15000 টাকার মধ্যে তাও আবার অফিশিয়াল আন অফিশিয়ালের কোন  ফোন নিয়ে আলোচনা হচ্ছে না। কারণ এইরকম প্রাইস পয়েন্টে এসে ম্যাক্সিমাম মানুষই চায় আমি একটা এমন ফোন কিনবো যেটা আমি আগামী দুই তিন বছর ব্যবহার করতে পারবো। 

এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকতে হবে এবং আমার ফোনটা ভালো হওয়া চাই বাট অপশন আছে বেশ কিছু কোনটা রেখে কোনটা কিনবেন? বুঝে উঠতে পারছেন না তো। আজকের আর্টিকেলে আমরা বেশ কয়েকটা ডিভাইস কে চয়েস করেছি। মোটামুটি পাঁচটার মতো। 
যে ডিভাইস গুলো আমার মনে হয়েছে এই সময় দাঁড়িয়ে মার্কেটে তো এভেলেবেল আছে। এবং আপনার সাথে বোধহয় এটা যাবে তো এখানে যে পাঁচটা ডিভাইস কে নেওয়া হয়েছে সবগুলো যে একদম 15 হাজার টাকা পাচ্ছেন এমন না, 

কোনটা 15 হাজার টাকার একটু নিচেও আছে কোনটা আবার 15 হাজার টাকার একটু উপরেও আছে। তো আমরা মোটামুটি এভাবে সাজাচ্ছি কেমন! তো আমরা মনে হয় একটা কাজ করতে পারি যাদের বাজেট একটু বেশি আছে তাদেরকে দিয়ে শুরু করি আস্তে আস্তে আমরা একদম 15 তে চলে আসবো তারপর আরেকটু নিচেও চলে আসবো।

১৫-১৮ হাজার টাকার মধ্যে সেরা ৫ টি মোবাইল ফোন ২০২৫-২০২৬

আপনার বাজেট যদি মোটামুটি ১৮,০০০ টাকার আশেপাশে থাকে, তাহলে বাজারে কয়েকটি দারুণ স্মার্টফোন পাওয়া যায়। এই ফোনগুলো অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং প্রতিটি ফোনেই রয়েছে আলাদা আলাদা ফিচার। চলুন একে একে দেখে নেই।

ফোনের নাম

দাম (প্রায়)

ডিসপ্লে

প্রসেসর

ক্যামেরা (পিছনে + সামনে)

ব্যাটারি

চার্জার

বিশেষ ফিচার

Tecno Spark 30 Bumble Bee Edition

18,000

FHD+ IPS LCD, 90Hz, 800 nits

MediaTek Helio G series

64MP + ফ্রন্ট অজানা

5000 mAh

18W

স্টেরিও স্পিকার

Infinix Hot 50

17,000

FHD+ IPS LCD, 120Hz

MediaTek Helio G100

50MP + 8MP ultrawide + ফ্রন্ট

5000 mAh

18W

পারফরম্যান্স টেকনোর থেকে ভালো

OnePlus Nord N30 SE (5G)

16,000

FHD+ IPS LCD

MediaTek Dimensity 6020 (5G)

50MP + ফ্রন্ট ভালো

5000 mAh

33W

5G সাপোর্ট, তবে 4GB RAM

Tecno Spark 30C

15,000

HD+ IPS LCD, 120Hz

MediaTek Helio G series

50MP + 8MP ফ্রন্ট

5000 mAh

18W

বাজেট ফ্রেন্ডলি

Redmi 14C

15,000

HD+ IPS LCD, 120Hz

MediaTek Helio G series

50MP + 12MP ফ্রন্ট

5160 mAh

18W

ফ্রন্ট ক্যামেরা ভালো, ব্যাটারি একটু বড়

Itel S25

13,990

FHD+ AMOLED, 120Hz

Tiger 620

50MP + 32MP ফ্রন্ট

5000 mAh

18W

AMOLED ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট


Tecno Spark 30 Bumble Bee Edition

কিছুদিন আগে বাজারে আসা টেকনো স্পার্ক ৩০ বাম্বল বি এডিশনটি দেখতে বেশ স্টাইলিশ। এখানে থাকছে ফুল এইচডি+ রেজুলেশনের IPS LCD প্যানেল এবং সাথে 90Hz হাই রিফ্রেশ রেট। ডিসপ্লেটির কালার এবং ব্রাইটনেস ভালো মানের, ৮০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয়, যা আউটডোরে ব্যবহার করা সম্ভব।

প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G সিরিজ, যা ডে-টু-ডে কাজ এবং হালকা গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো। ক্যামেরা সেকশনে থাকছে ৬৪ মেগাপিক্সেলের মেইন শুটার, যা এই দামের অন্য ফোনগুলোর মতোই ডিসেন্ট আউটপুট দেয়।

এছাড়া এখানে স্টেরিও স্পিকার, ৫০০০mAh ব্যাটারি এবং ১৮ ওয়াট চার্জার দেওয়া হয়েছে। টেকনো ব্র্যান্ড নিয়ে সমস্যা না থাকলে এটি ভালো একটি চয়েস হতে পারে।

Infinix Hot 50

যদি বাজেট ১৭,০০০ টাকার মতো হয়, তবে আপনি দেখতে পারেন Infinix Hot 50। ফোনটিতে থাকছে Full HD+ IPS LCD ডিসপ্লে, সাথে 120Hz হাই রিফ্রেশ রেট, যা টেকনোর চেয়ে উন্নত। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio G100, যা ডে-টু-ডে কাজের পাশাপাশি গেমিংয়েও তুলনামূলক ভালো পারফরম্যান্স দেয়। 

ক্যামেরা হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড। যদিও ক্যামেরার দিক থেকে টেকনোকে একটু এগিয়ে ধরা হয়, তবে পারফরম্যান্সের দিক থেকে ইনফিনিক্স বেশি শক্তিশালী।

এখানেও থাকছে ৫০০০mAh ব্যাটারি ও ১৮ ওয়াট চার্জার।

OnePlus Nord N30 SE (5G)

যদি আপনার বাজেট হয় প্রায় ১৬,০০০ টাকা এবং ভালো ব্র্যান্ডের একটি 5G ফোন চান, তবে ওয়ানপ্লাস নর্ড N30 SE হতে পারে একটি ভালো অপশন। ফোনটিতে রয়েছে Full HD+ IPS LCD ডিসপ্লে এবং MediaTek Dimensity 6020 5G প্রসেসর। তবে এর একটি দুর্বল দিক হলো মাত্র ৪GB RAM, যেটা মাল্টিটাস্কিং-এ সমস্যা তৈরি করতে পারে।
ক্যামেরা কোয়ালিটি কিন্তু চমৎকার, বিশেষ করে ফ্রন্ট ক্যামেরা এই দামের অন্য ফোনগুলোর চেয়ে ভালো। এছাড়া এখানে থাকছে ৫০০০mAh ব্যাটারি এবং দ্রুত ৩৩ ওয়াট চার্জার। যদি আপনার কম RAM নিয়েও কাজ চলে, তবে এটি একটি দারুণ ডিভাইস।

Tecno Spark 30C & Redmi 14C

১৫,০০০ টাকার আশেপাশে দুটি ফোন বেশ প্রতিযোগিতা করছে – Tecno Spark 30C এবং Redmi 14C।

দুটিতেই রয়েছে HD+ IPS LCD ডিসপ্লে, সাথে 120Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G সিরিজ। পারফরম্যান্সে খুব বেশি পার্থক্য নেই।

ক্যামেরা সেকশনে টেকনোতে থাকছে ৫০MP মেইন + ৮MP ফ্রন্ট ক্যামেরা, আর রেডমিতে থাকছে ৫০MP মেইন + ১২MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় রেডমি কিছুটা এগিয়ে।

ব্যাটারির দিক থেকে রেডমি এগিয়ে, কারণ এখানে থাকছে ৫১৬০mAh ব্যাটারি, যেখানে টেকনোতে রয়েছে ৫০০০mAh। তবে চার্জার উভয়ের ক্ষেত্রেই ১৮ ওয়াট।

Itel S25 – গেম চেঞ্জার

শেষে যে ফোনটি সত্যিকারের গেম চেঞ্জার, সেটি হলো Itel S25। মাত্র ১৩,৯৯০ টাকায় এটি দিচ্ছে Full HD+ AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট, যা এত কম দামে অন্য কোনো ফোন দিচ্ছে না।

এতে রয়েছে Tiger 620 প্রসেসর, ৬GB RAM এবং ১২৮GB স্টোরেজ। ক্যামেরায় থাকছে ৫০MP মেইন + ৩২MP ফ্রন্ট, যা এই দামের মধ্যে সবচেয়ে ভালো ফ্রন্ট ক্যামেরা বলা যায়।

এছাড়া থাকছে ৫০০০mAh ব্যাটারি, ১৮ ওয়াট চার্জার এবং বিশেষ ফিচার হিসেবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই দামের মধ্যে এটি এক কথায় দুর্দান্ত একটি ডিল।

১৫-২০ হাজার টাকায় সেরা ক্যামেরার ৩টি মোবাইল ফোন ২০২৫-২০২৬

আমাদের মধ্যে অনেকেই আপনারা আছেন অনেকেই ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে সেরা ক্যামেরা ওয়ালা মোবাইল ফোন খুজে থাকেন। আপনাদের যাদের বাজেট একটু কম থাকে ২০ হাজার আপ করতে পারেন না। এজন্য আপনারা ১৫ থেকে ২০ হাজারের মধ্যে সেরা ফোন খুজে থাকেন।
১৫-২০-হাজার-টাকায়-সেরা-ক্যামেরার-৩টি-মোবাইল-ফোন-২০২৫-২০২৬
ক্যামেরার জন্য। এই বাজেটে ফটোগ্রাফি বা ভিডিও করার জন্য অনেকেই ফোন খুঁজে থাকেন। তবে সব ফোনই ক্যামেরার জন্য সমানভাবে ভালো নয়। আমরা অনলাইন বাজার এবং মোবাইলের দোকান যতগুলো রয়েছে আমাদের এখানে আমরা সেখানে গিয়ে এ টু জেড ডিটেলস জেনে।

এবং বাজার থেকে তিনটি ক্যামেরা ওয়ালা বেস্ট ফোন বেছে নিয়েছি। যা এই বাজেটে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেয়।

RANK

ফোন

দাম (BDT)

ডিসপ্লে

প্রসেসর

মেইন ক্যাম

ফ্রন্ট ক্যাম

ব্যাটারি

চার্জ

বিশেষ ফিচার

Tecno Spark Ten Pro

১৫,০০০১৬,০০০

FHD+ IPS LCD, 90Hz

MediaTek Helio G88

50MP + 2MP Depth

32MP

5000mAh

18W

নাইট মোড, পোর্ট্রেট, ভিডিও

Moto G31

১৮,০০০১৯,০০০

FHD+ AMOLED

MediaTek Helio G85

50MP + 8MP Ultra Wide + 2MP Macro

8MP

5000mAh

18W

নাইট মোড, পোর্ট্রেট, ভিডিও 1080p/30FPS

Realme C35

২০,০০০

HD+ IPS, 90Hz

Unisoc T616

50MP + 2MP Depth

8MP

5000mAh

33W

নাইট মোড, পোর্ট্রেট, ভিডিও 1080p/30FPS

Tecno Spark Ten Pro

দাম: প্রায় ১৫,০০০–১৬,০০০ টাকা (৪GB RAM/ ৬৪GB স্টোরেজ)
কেন দরকার: বাজেট ফ্রেন্ডলি হলেও ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি সব মিলিয়ে ভালো।
ডিটেইলস:
  • ডিসপ্লে: FHD+ IPS LCD, 90Hz
  • প্রসেসর: MediaTek Helio G88
  • মেইন ক্যামেরা: 50MP + 2MP Depth
  • ফ্রন্ট ক্যামেরা: 32MP
  • ব্যাটারি: 5000mAh, 18W চার্জ
  • ফিচার: নাইট মোড, পোর্ট্রেট মোড, ভিডিও রেকর্ডিং, স্ট্যাবিলাইজড ছবি
ক্যামেরা: প্রোপার লাইটিং কন্ডিশনে মেইন ক্যামেরা শার্প এবং স্যাচুরেটেড ছবি দেয়। ফ্রন্ট ক্যামেরা ভালো ব্রাইটনেস ও ডিটেইল ধরে রাখতে সক্ষম। নাইট মোডে তুলনামূলকভাবে ভালো আউটপুট পাওয়া যায়।

Moto G31

দাম: প্রায় ১৮,০০০–১৯,০০০ টাকা
কেন দরকার: হালকা ফটোগ্রাফি ও মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের জন্য উপযুক্ত।
ডিটেইলস:
  • ডিসপ্লে: FHD+ AMOLED
  • প্রসেসর: MediaTek Helio G85
  • মেইন ক্যামেরা: 50MP + 8MP Ultra Wide + 2MP Macro
  • ফ্রন্ট ক্যামেরা: 8MP
  • ব্যাটারি: 5000mAh, 18W চার্জ
  • ফিচার: নাইট মোড, পোর্ট্রেট মোড, ভিডিও রেকর্ডিং 1080p/30FPS
ক্যামেরা: মেইন ক্যামেরা ন্যাচারাল টোন ও ডায়নামিক রেঞ্জ ধরে রাখতে সক্ষম। আল্ট্রাওয়াইড এবং ম্যাক্রো শুটার প্রোপার লাইটিংতে ভালো ছবি দেয়। ফ্রন্ট ক্যামেরা প্রোপার লাইটিং কন্ডিশনে যথেষ্ট।

Realme C35

দাম: প্রায় ২০,০০০ টাকা
কেন দরকার: বাজেটের মধ্যে সর্বোত্তম ক্যামেরা পারফরম্যান্স, হালকা ও ভারী উভয় কাজের জন্য উপযুক্ত। ডিটেইলস:
  • ডিসপ্লে: HD+ IPS, 90Hz
  • প্রসেসর: Unisoc T616 (বা MediaTek Helio G88, ভ্যারিয়েন্ট অনুযায়ী)
  • মেইন ক্যামেরা: 50MP + 2MP Depth
  • ফ্রন্ট ক্যামেরা: 8MP
  • ব্যাটারি: 5000mAh, 33W চার্জ
  •  ফিচার: নাইট মোড, পোর্ট্রেট মোড, ভিডিও রেকর্ডিং 1080p/30FPS
ক্যামেরা: মেইন ক্যামেরা প্রোপার লাইটিং কন্ডিশনে শার্প ডিটেইল ধরে রাখতে সক্ষম। ফ্রন্ট ক্যামেরা ভালো ব্রাইটনেস দেয়। ভিডিও রেকর্ডিং আগের দুটি ফোনের তুলনায় উন্নত।

২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ টি মোবাইল ফোন ২০২৫-২০২৬

আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব Samsung-এর টপ ফাইভ স্মার্টফোন, যা ২০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়। এই ফোনগুলো ক্যামেরা, পারফরম্যান্স, ডিসপ্লে ও ব্যাটারিতে ভালো অফার করছে। এছাড়া বাজারে অফিশিয়াল ও আনঅফিশিয়াল দুই ধরনের ডিভাইস উপলব্ধ।

্যাংক

ফোন

দাম (BDT)

ডিসপ্লে

প্রসেসর

মেইন ক্যাম

ফ্রন্ট ক্যাম

ব্যাটারি

চার্জ

স্পিকার

বিশেষ ফিচার

Galaxy S16 (4G/5G)

২০,০০০

Super AMOLED, FHD+, 90Hz

Exynos G9

50+5+2MP

32MP

5000mAh

সিঙ্গেল

নাইট মোড, পোর্ট্রেট, ভিডিও

iQOO Z9x

১৯,৫০০

IPS LCD, FHD+, 120Hz

Snapdragon 61

50+2MP

16MP

6000mAh

44W

সিঙ্গেল

ভালো ব্যাটারি, দ্রুত চার্জিং

Moto G64

২৩,০০০

IPS LCD, FHD+, 120Hz

MediaTek Dimensity 7025

50+8MP

16MP

6000mAh

30W

স্টেরিও

গেমিং পারফরম্যান্স

Infinix Hot 50 Pro

১৯,০০০

AMOLED, FHD+, 120Hz

MediaTek UG100

50+2MP

8MP

5000mAh

33W

স্টেরিও

ফিঙ্গারপ্রিন্ট, ভালো ডিসপ্লে

Tecno Spark 30 Pro

২১,০০০

AMOLED, FHD+, 120Hz

G100

108+2MP

13MP

5000mAh

33W

স্টেরিও

ফিঙ্গারপ্রিন্ট, স্টেরিও, 108MP ক্যাম

১) Samsung Galaxy S16 (4G/5G) – আনঅফিশিয়াল

  • দাম: ~২০,০০০ টাকা (৬GB + ১২৮GB)
  • ডিসপ্লে: Super AMOLED, FHD+, 90Hz
  • প্রসেসর: Exynos G9
  • মেইন ক্যামেরা: 50MP + 5MP + 2MP (Ultra Wide + Macro)
  • ফ্রন্ট ক্যামেরা: 32MP
  • ব্যাটারি: 5000mAh (চার্জ বক্সে নেই)
  • স্পিকার: সিঙ্গেল স্পিকার
  • ফিচার: নাইট মোড, পোর্ট্রেট মোড, ভিডিও রেকর্ডিং
ক্যামেরা ও পারফরম্যান্স:
মেইন ক্যামেরা আল্ট্রাওয়াইড ও ম্যাক্রো সহ ৫০ মেগাপিক্সেল শুটার। প্রাইস পয়েন্ট অনুযায়ী ছবি তুলনামূলকভাবে ভালো। ব্যাটারি ৫০০০ এমএইচ, তবে চার্জ বক্সের কমতি।

২) iQOO Z9x (6GB + 128GB) – আনঅফিশিয়াল

  • দাম: ~১৯,৫০০ টাকা
  • ডিসপ্লে: IPS LCD, FHD+, 120Hz
  • প্রসেসর: Snapdragon 61
  • মেইন ক্যামেরা: 50MP + 2MP Depth
  • ফ্রন্ট ক্যামেরা: 16MP
  • ব্যাটারি: 6000mAh, 44W চার্জিং
  • স্পিকার: সিঙ্গেল স্পিকার
ক্যামেরা ও পারফরম্যান্স:
ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা তুলনামূলকভাবে ভালো। বড় ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা। প্রসেসর গেমিং ও দৈনন্দিন কাজে মোটামুটি ভালো পারফরম্যান্স দেয়।

৩) Moto G64 (8GB + 128GB) – আনঅফিশিয়াল

  • দাম: ~২৩,০০০ টাকা
  • ডিসপ্লে: IPS LCD, FHD+, 120Hz
  • প্রসেসর: MediaTek Dimensity 7025
  • মেইন ক্যামেরা: 50MP + 8MP Ultra Wide
  • ফ্রন্ট ক্যামেরা: 16MP
  • ব্যাটারি: 6000mAh, 30W চার্জিং
  • স্পিকার: স্টেরিও
ক্যামেরা ও পারফরম্যান্স:
মেইন ক্যামেরা প্রোপার লাইটিংয়ে ভালো ছবি দেয়। আল্ট্রাওয়াইড ও ফ্রন্ট ক্যামেরাও সমানভাবে সন্তোষজনক। প্রসেসর ও ব্যাটারি গেমিংয়ের জন্য উপযুক্ত।

৪) Infinix Hot 50 Pro (8GB + 128GB) – আনঅফিশিয়াল

  • দাম: ~১৯,০০০ টাকা
  • ডিসপ্লে: AMOLED, FHD+, 120Hz
  • প্রসেসর: MediaTek UG100
  • মেইন ক্যামেরা: 50MP + 2MP
  • ফ্রন্ট ক্যামেরা: 8MP
  • ব্যাটারি: 5000mAh, 33W চার্জিং
  • ফিচার: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্টেরিও স্পিকার
ক্যামেরা ও পারফরম্যান্স:
ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা প্রাইস পয়েন্ট অনুযায়ী ভালো। ডিসপ্লে ও পারফরম্যান্সও শক্তিশালী।

৫) Tecno Spark 30 Pro (8GB + 128GB) – আনঅফিশিয়াল

  • দাম: ~২১,০০০ টাকা
  • ডিসপ্লে: AMOLED, FHD+, 120Hz
  • প্রসেসর: G100
  • মেইন ক্যামেরা: 108MP + 2MP
  • ফ্রন্ট ক্যামেরা: 13MP
  • ব্যাটারি: 5000mAh, 33W চার্জিং
  • ফিচার: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, স্টেরিও স্পিকার
ক্যামেরা ও পারফরম্যান্স:
মেইন ক্যামেরা 108MP, প্রাইস পয়েন্ট অনুযায়ী সবচেয়ে উন্নত ছবি। ফ্রন্ট ক্যামেরা ও ভিডিও কোয়ালিটি ভালো। স্টেরিও স্পিকার ও 33W চার্জিং সুবিধা।

২০-২৫ হাজার টাকায় সেরা ক্যামেরার ৩টি মোবাইল ফোন ২০২৫-২০২৬

আজকের আর্টিকেলটি বিশেষভাবে তাদের জন্য, যারা ২০–২৫ হাজার টাকা বাজেটে সেরা ক্যামেরা ফোন খুঁজছেন। এখানে থাকবে এমন ফোন, যেগুলো শুধু ফটোগ্রাফি নয়, ভিডিওগ্রাফি, ডিসপ্লে ও পারফরম্যান্সের দিক থেকেও সেরা অফার করছে।

ফোন

দাম (BDT)

ডিসপ্লে

প্রসেসর

মেইন ক্যামেরা

সেলফি ক্যামেরা

ভিডিও

ব্যাটারি

চার্জিং

বিশেষ ফিচার

Tecno Camon 30

২৪২৫K (Official)

6.78” AMOLED, 120Hz

Helio G99 Ultimate

50MP OIS + 2MP

50MP

60FPS Video

5000mAh

45W

NFC, Android 16 update

Moto G85

২৫২৬K (Unofficial)

6.67” Curved AMOLED, 120Hz

Snapdragon 6s Gen 3

50MP OIS + 8MP

32MP

1080p@60FPS, 2K

5000mAh

33W

Curved Display, Stereo Speaker

Redmi Note 13 Pro

২৫২৬K (Unofficial)

6.67” AMOLED, 120Hz, Dolby Vision

Snapdragon 7s Gen 2

200MP OIS + 8MP + 2MP

16MP

4K@30FPS, FHD@120FPS

5100mAh

67W

HyperOS, NFC, Gorilla Glass Victus


১) Tecno Camon 30 – অফিশিয়াল ক্যামেরা কিং

  • দাম: প্রায় ২৪,০০০ – ২৫,০০০ টাকা
  • ক্যামেরা:
    • 50MP OIS মেইন ক্যামেরা
    • 2MP সেকেন্ডারি
    • 50MP সেলফি ক্যামেরা
  • ভিডিও: 60FPS ভিডিও রেকর্ডিং, OIS সাপোর্ট
  • ডিসপ্লে: 6.78” AMOLED, FHD+, 120Hz, চিকন বেজেল
  • প্রসেসর: MediaTek Helio G99 Ultimate (G100 এর সমতুল্য)
  • র‍্যাম/স্টোরেজ: 8GB + 256GB (Extra 8GB RAM Expansion)
  • ব্যাটারি: 5000mAh, 45W চার্জিং (৪৫ মিনিটে ফুল চার্জ)
  • ফিচারস: Android 14 > 16 পর্যন্ত আপডেট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, NFC
কেন কিনবেন:
Tecno Camon 30 হলো অফিশিয়াল মার্কেটে ক্যামেরার জন্য সেরা ফোন। ৫০ মেগাপিক্সেলের OIS যুক্ত ব্যাক ও সেলফি ক্যামেরা দিয়ে দুর্দান্ত ফটোগ্রাফি সম্ভব। এছাড়া AMOLED ডিসপ্লে ও দ্রুত চার্জিং এটাকে পূর্ণাঙ্গ প্যাকেজ বানিয়েছে।

২) Motorola Moto G85 – কার্ভ ডিসপ্লে ও বেস্ট সেলফি এক্সপেরিয়েন্স

  • দাম: প্রায় ২৫,০০০ – ২৬,০০০ টাকা (আনঅফিশিয়াল)
  • ক্যামেরা:
    • 50MP OIS মেইন
    • 8MP Ultra-Wide
    • 32MP সেলফি ক্যামেরা
  • ভিডিও: 1080p@60FPS, 2K via Open Camera
  • ডিসপ্লে: 6.67” Curved AMOLED, 120Hz, Gorilla Glass Protection
  • প্রসেসর: Snapdragon 6s Gen 3 (Snapdragon 695 এর আপগ্রেড)
  • র‍্যাম/স্টোরেজ: 8GB/12GB RAM + 128/256GB (RAM Expansion up to 24GB)
  • ব্যাটারি: 5000mAh, 33W ফাস্ট চার্জিং
  • ফিচারস: Android 14 > 16 আপডেট, ডুয়েল স্টেরিও স্পিকার, আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
কেন কিনবেন:
Moto G85 হলো একমাত্র ফোন যেটি এই বাজেটে কার্ভ AMOLED ডিসপ্লে দিচ্ছে। 32MP সেলফি ক্যামেরা এই রেঞ্জের মধ্যে সেরা, আর সফটওয়্যার এক্সপেরিয়েন্স খুবই স্মুথ। তবে হেভি গেমিংয়ের জন্য তেমন উপযুক্ত নয়।

৩) Redmi Note 13 Pro – 200MP ক্যামেরা বিস্ময়

  • দাম: প্রায় ২৫,০০০ – ২৬,০০০ টাকা
  • ক্যামেরা:
    • 200MP OIS মেইন ক্যামেরা
    • 8MP Ultra-Wide
    • 2MP Macro
    • 16MP সেলফি
  • ভিডিও: 4K@30FPS, FHD@60/120FPS
  • ডিসপ্লে: 6.67” AMOLED, FHD+, 120Hz, Dolby Vision, HDR10+, 1800 nits Brightness
  • প্রসেসর: Snapdragon 7s Gen 2 (4nm, Adreno 710 GPU)
  • র‍্যাম/স্টোরেজ: 8GB/12GB RAM, 128GB – 512GB
  • ব্যাটারি: 5100mAh, 67W ফাস্ট চার্জ (৪৪ মিনিটে ফুল চার্জ)
  • ফিচারস: Android 13 > 16 আপডেট, HyperOS, NFC, IR Blaster, Gorilla Glass Victus
কেন কিনবেন:
Redmi Note 13 Pro হলো বাজেটে সবচেয়ে শক্তিশালী ক্যামেরা ফোন। 200MP OIS যুক্ত ক্যামেরা দিয়ে অত্যন্ত ডিটেইলড ছবি ও 4K ভিডিও রেকর্ডিং সম্ভব। ডিসপ্লে ও পারফরম্যান্স দুই দিকেই ফোনটি টপ লেভেলের।

১৫- ১৮ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ২০২৫-২০২৬ - FAQ

Q1. ১৫–২৫ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো ক্যামেরা ফোন কোনটি?

এই বাজেটে Tecno Camon 30 এবং Redmi Note 13 Pro ক্যামেরার জন্য সেরা। Camon 30 অফিশিয়াল সাপোর্ট সহ আসে, আর Note 13 Pro তে 200MP ক্যামেরা দেওয়া আছে।
১৫- ১৮-হাজার-টাকার-মধ্যে-সেরা-মোবাইল-২০২৫-২০২৬-FAQ

Q2. ২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫G ফোন কোনটি?

Samsung Galaxy M35 5G, Xiaomi Poco X5 5G এবং Motorola Moto G54 এই বাজেটে ৫G কানেক্টিভিটির জন্য সেরা পছন্দ।

Q3. এই বাজেটে গেমিংয়ের জন্য কোন ফোন সবচেয়ে ভালো?

যারা গেমিং চান, তাদের জন্য Xiaomi Poco X5 5G এবং Realme 11x অনেক ভালো অপশন। Snapdragon ও Dimensity প্রসেসর গেমিংকে স্মুথ রাখবে।

Q4. AMOLED ডিসপ্লে সহ কোন ফোন পাওয়া যাবে?

এই বাজেটে Samsung Galaxy M35 5G, Poco X5 5G, এবং Redmi Note 13 Pro তে Super AMOLED বা AMOLED ডিসপ্লে পাওয়া যায়।

Q5. অফিশিয়াল ফোন কেন ভালো?

অফিশিয়াল ফোনে ওয়ারেন্টি, সার্ভিস সাপোর্ট এবং নিয়মিত সফটওয়্যার আপডেট পাওয়া যায়। যদিও দাম কিছুটা বেশি, তবে এটি নিরাপদ কেনাকাটা।

Q6. ২০ হাজার টাকার নিচে সবচেয়ে ভ্যালু ফর মানি ফোন কোনটি?

Tecno Camon 30 এবং Infinix Hot 50 এই বাজেটে ভ্যালু ফর মানি ফোন। দুটোই শক্তিশালী ক্যামেরা ও ভালো ডিসপ্লে অফার করে।

Q7. এই বাজেটে ব্যাটারি ব্যাকআপ কেমন হয়?

প্রায় সব ফোনেই 5000mAh ব্যাটারি থাকে। কিছু মডেলে (যেমন Motorola G54) ব্যাটারি আরও ভালো পারফরম্যান্স দেয়।

Q8. ১৫- ২৫ হাজার বাজেটে 4K ভিডিও রেকর্ডিং পাওয়া যায় কি?

হ্যাঁ, Redmi Note 13 Pro এবং কিছু মিড-রেঞ্জ ফোনে 4K ভিডিও রেকর্ডিং সুবিধা আছে। তবে বাজেটের নিচের মডেলে সাধারণত 1080p থাকে।

Q9. Samsung না Xiaomi কোনটা ভালো হবে এই বাজেটে?

Samsung ভালো ডিসপ্লে ও সফটওয়্যার আপডেট দেয়, আর Xiaomi বেশি পারফরম্যান্স ও ক্যামেরা ফিচার অফার করে। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।

Q10. ২০২৫ - ২০২৬ সালে কোন ফোন কেনা সবচেয়ে লাভজনক হবে?

যদি অফিশিয়াল চান তাহলে Samsung Galaxy M35 5G বা Tecno Camon 30, আর আনঅফিশিয়াল নিতে চাইলে Redmi Note 13 Pro সবচেয়ে লাভজনক হবে।

১৫- ২৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল সম্পর্কে আমাদের পরামর্শ

১৫ থেকে ২৫ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল ফোন সম্পর্কে উপরে proper একটি রিভিউ দেওয়া হয়েছে। গুগলে সার্চ করার পর আমাদের ওয়েবসাইট যদি আপনার চোখের সামনে চলে আসে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। 

এর পরের গাইডলাইন হচ্ছে আমাদের আর্টিকেল পড়ার পরও যদি আপনার কোন কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কোন পার্শ্ববর্তী দোকান থেকে ভালোভাবে জিজ্ঞাসা করে জেনে নেবেন এবং তারপর ফোন ক্রয় করার সিদ্ধান্ত নেবেন।

আশা করছি ১৫ থেকে ১৮ হাজারের মধ্যে ভালো ফোন সম্পর্কে জানতে পেরেছেন। সর্বশেষে ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে এবং কোন ক্যামেরা ভালো হবে ২০ থেকে ২৫ হাজার বাজেটের মধ্যে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 

আশা করা যায় আপনাদের কনফিউশন শেয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। এখন যদি আপনাদের কোন কনফিউশন থেকে থাকে। তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট পেজে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। অথবা কমেন্ট করে জানাবেন আমরা আছি আপনাদের পাশে অলওয়েজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url