প্রফেশনাল ফটোগ্রাফি কিভাবে শিখবো সঠিক গাইডলাইন

ফটো এডিটিং করে টাকা ইনকাম করুনপ্রফেশনাল ফটোগ্রাফি হচ্ছে এক একটা ছেলের ইমোশন। তো আজকের আর্টিকেলে আমরা জানবো প্রফেশনাল ফটোগ্রাফি কিভাবে শিখব তার সঠিক একটি গাইডলাইন। আজকের আর্টিকেল থেকে আপনারা প্রপার একটি গাইডলাইন পাবেন এবং প্রফেশনালি ফটোগ্রাফ কিভাবে করবেন সবকিছু শিখে যাবেন ইনশাল্লাহ।
প্রফেশনাল-ফটোগ্রাফি-কিভাবে-শিখবো-সঠিক-গাইডলাইন
সূচিপত্র: প্রফেশনাল ফটোগ্রাফি কিভাবে শিখবো সঠিক গাইডলাইন   

প্রফেশনাল ফটোগ্রাফি কিভাবে শিখবো সঠিক গাইডলাইন

আমি এমনও দেখেছি যে ফটোগ্রাফি কিছু কিছু ছেলেদের ইমোশন। ফটোগ্রাফি আজকের এই ডিজিটাল যুগে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এই ফটোগ্রাফি করেও কিন্তু একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার দাঁড় করানো সম্ভব। তবে যার জন্য প্রফেশনাল ভাবে ফটোগ্রাফি শিখতে হবে। 

এবং ফটোগ্রাফির সকল বিষয়ে ধারণা অর্জন করে নিতে হবে। এই আর্টিকেলে আমরা ধাপে ধাপে দেখব কীভাবে একজন নতুন শিক্ষার্থীও প্রফেশনাল ফটোগ্রাফিতে দক্ষ হতে পারে। ফটোগ্রাফি শেখার জন্য প্রথমেই দরকার আপনার দৃষ্টিভঙ্গি। 
ক্যামেরা চালাতে জানা মানেই প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে যাওয়া না। বরং ছবির ভেতরে গল্প বলার কৌশল, আলো-ছায়ার ব্যবহার, কম্পোজিশন, এঙ্গেল, এবং মুড তৈরির দক্ষতা গড়ে তোলা জরুরি। তাই সঠিক গাইডলাইন ছাড়া এই পথে সফল হওয়া কঠিন। 

আজকের ডিজিটাল যুগে শেখার সুযোগ অনেক বেড়েছে। অনলাইন কোর্স, ইউটিউব টিউটোরিয়াল, মোবাইল ফটোগ্রাফি, এমনকি বই পড়েও শিখতে পারেন। তবে যেকোনো শেখার পথ বেছে নেওয়ার আগে আপনার লক্ষ্য ঠিক করুন আপনি কি শুধু শখের বশে শিখতে চান, 

নাকি ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে? সঠিক পরিকল্পনা অনুযায়ী শেখার পদ্ধতি বেছে নিন। একজন প্রফেশনাল ফটোগ্রাফার হতে চাইলে শুধু টেকনিক্যাল জ্ঞান নয়, বরং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি ছবি তুলবেন, 

তত বেশি ভুল হবে এবং সেই ভুল থেকেই শিখতে পারবেন। এছাড়া অন্যদের ছবি দেখে অনুপ্রেরণা নিন, তাদের কাজ বিশ্লেষণ করুন এবং নিজের ভিন্নতা তৈরি করুন। সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য। প্রফেশনাল ফটোগ্রাফি একদিনে শেখা সম্ভব নয়। 

সময় নিয়ে নিয়মিত চর্চা করুন এবং নতুন নতুন প্রজেক্টে যুক্ত হয়ে অভিজ্ঞতা অর্জন করুন। মনে রাখবেন, প্রতিটি ছবি শুধু ক্যামেরার বোতাম টিপে তোলা নয় বরং একটি শিল্পকর্ম তৈরি করা।

প্রফেশনাল ফটোগ্রাফি শেখার সেরা ১০টি উপায়

প্রফেশনাল ভাবে ফটোগ্রাফি শেখার জন্য আগে যদি জানার দরকার সেটি হচ্ছে প্রফেশনাল ভাবে ফটোগ্রাফি শেখার উপায় গুলো জানতে হবে। তো আজকের আর্টিকেলে আমরা এই সেকশনে প্রফেশনাল ফটোগ্রাফি শেখার সেরা দশটি উপায় সম্পর্কে জানব। 

এবং প্রকার একটি গাইডলাইন আপনাদের শেয়ার করব। আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হতে চান তাহলে অবশ্যই আমাদের এই দেওয়া সেরা দশটি উপায় আপনার জানা অত্যন্ত জরুরী। কারণ এই দশটি সেরা উপায় হতে পারে আপনার প্রফেশনাল ফটোগ্রাফি তে সেরা একটি গাইডলাইন। তো চলুন আমরা সেরা 10 টি উপায় সম্পর্কে জেনে নিইঃ

প্রথম প্রশ্ন আসে শেখা শুরু করবেন কীভাবে? আসলে প্রফেশনাল ফটোগ্রাফি শেখার সেরা ১০টি উপায় রয়েছে, যেগুলো অনুসরণ করলে দ্রুত উন্নতি করা সম্ভব।
  • বেসিক ক্যামেরা সেটিংস বোঝা – শাটার স্পিড, অ্যাপারচার, ISO ইত্যাদি সম্পর্কে ধারণা নিন।
  • আলো এবং Shadow ছায়ার ব্যবহার শেখা – প্রাকৃতিক আলো ও কৃত্রিম আলো কিভাবে কাজে লাগাতে হয় তা জানুন।
  • কম্পোজিশন রুল – থার্ড রুল, লিডিং লাইন, ফ্রেমিং ইত্যাদি শিখুন।
  • প্রতিদিন প্র্যাকটিস করা – নিয়মিত ছবি তুলুন এবং নিজের ভুল বিশ্লেষণ করুন।
  • প্রফেশনাল ফটোগ্রাফারদের  কাজ দেখা – ফটোগ্রাফারদের ছবি দেখে অনুপ্রেরণা নিন।
  • এডিটিং শেখা – ফটোশপ, লাইটরুমের মতো টুলস ব্যবহার করুন।
  • প্রকৃতি ও মানুষকে ফ্রেমে ধরা – ভিন্ন ভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করুন।
  • কমিউনিটিতে যুক্ত হওয়া – ফটোগ্রাফি ক্লাব বা অনলাইন গ্রুপে যুক্ত থাকুন।
  • ফিডব্যাক নেওয়া – অভিজ্ঞদের পরামর্শ মেনে চলুন।
  • ধৈর্য ধরে শেখা – ফটোগ্রাফি একদিনে শেখা সম্ভব নয়।
আপনি যদি এই সেরা ১০ টি উপায় মেনে চলেন তাহলে অবশ্যই আপনি ফটোগ্রাফিতে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। এই দশটি উপায় আমরা সবকিছু ভেবে এবং রিসার্চ করে আপনাদের জন্য এই ১০ টি উপায় বের করেছি। যাতে করে আপনারা একটি সঠিক গাইডলাইন বার এবং সেরা ১০ টি উপায় সম্পর্কে জানতে পান।

অনলাইনে প্রফেশনাল ফটোগ্রাফি শেখার কোর্স সঠিক গাইডলাইন

আসলে আমরা অনেকেই মনে করি যে অনলাইনে ফটোগ্রাফি শিখব। হ্যাঁ আপনি অনলাইনেও ফটোগ্রাফি শিখতে পারবেন এবং অনলাইনে ফটোগ্রাফি শিখা অনেকটাই সহজ হয়ে গিয়েছে বর্তমান সময়ে। আমাদের মত অনেকেই জানতে চান যে অনলাইনে প্রফেশনাল ফটোগ্রাফি শেখার কোর্স কি পাওয়া যায় এবং সঠিক মেন্টর কোথায় পাব। 

এবং কিভাবে শিখব এরকম অনেক প্রশ্ন আমাদের মাথায় আসে। আসলে আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফি শিখার জন্য ভাবেন যে একজন মেইন্টরের হাত ধরে প্রফেশনাল ফটোগ্রাফি শিখবো অনলাইনে তাহলে এটি অনেকটাই ভুল হবে। 

আমি বলছি না যে পুরোপুরি ভুল হবে তবে ১০০% এর মধ্যে ৬০ পার্সেন্ট এই ধারণা আপনার ভুল হবে।কারণ অনলাইনে টাকা দিয়ে শেখার কোন মানেই হয় না। অনলাইনে ফটোগ্রাফি শেখার জন্য অনেক ফ্রি রিসোর্স রয়েছে। 

যেমনঃ ফ্রি ইউটিউব, কোরসেরা, স্কিলশেয়ার, ইউডেমি কিংবা স্থানীয় অনলাইন প্ল্যাটফর্মে অসংখ্য কোর্স পাওয়া যায়। অনলাইনে শেখার বড় সুবিধা হলো, আপনি নিজের সময় অনুযায়ী শিখতে পারবেন। এখানে ক্যামেরা টেকনিক, আলো নিয়ন্ত্রণ, এডিটিং, পোর্ট্রেট ফটোগ্রাফি, নেচার ফটোগ্রাফি সবই শেখানো হয়। 

তবে কোর্স বেছে নেওয়ার আগে অবশ্যই রিভিউ পড়ুন এবং অভিজ্ঞ প্রশিক্ষকের কাছ থেকে শিখুন। অনলাইন কোর্সে প্র্যাকটিক্যাল প্রজেক্টও দেওয়া হয়, যা আপনার হাতে-কলমে অভিজ্ঞতা তৈরি করে। পাশাপাশি অনলাইন ফটোগ্রাফি কমিউনিটিতে যুক্ত হলে নিজের কাজ শেয়ার করে ফিডব্যাক পেতে পারবেন। 

আমার একটা লাস্ট একটি গাইডলাইন থাকলে সেটি হচ্ছে আপনি যদি টাকা দিয়ে কোন মেন্টরের কাছে ফটোগ্রাফি শিখতে চান তাহলে সেটা সরাসরি শিখুন সেটা অনলাইনে কখনোই শিখবেন না। কারণ আপনি যখন সরাসরি কাজটি শিখবেন। 

তখন আপনার মেনটর আপনাকে হাতে কলমে কাজটি শিখাতে পারবেন। আর যখন আপনি অনলাইনে শিখতে যাবেন তখন কিন্তু সেই মেইন করা আপনাকে হাতে কলমে শেখাতে পারবে না জাস্ট আপনাকে নোট করে দিতে পারবে কিভাবে কি করবেন। 

এগুলো বলে দিব আর এগুলো আপনাকে প্র্যাকটিক্যালি নিজে নিজেই করতে হবে। এজন্য আমার সাজেস্ট থাকবে আপনি কখনো অনলাইনে টাকা দিয়ে কোন মেন্টরের কাছ থেকে ফটোগ্রাফি শিখবেন না। শিখলে সরাসরি শিখুন। আশা করি বিষয়টুকু বোঝাতে পেরেছি।

মোবাইল দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি শিখুন সঠিক গাইডলাইন

আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে প্রফেশনাল ফটোগ্রাফি করার জন্য অনেক দামি ফোন বা ক্যামেরার দরকার পড়ে। কিন্তু এখনকার স্মার্টফোনগুলো android ফোন গুলো এতটাই উন্নত যে সঠিক ট্রিক্স জানলে মোবাইল দিয়েই অসাধারণ ছবি ক্যাপচার করা যায়।
মোবাইল-দিয়ে-প্রফেশনাল-ফটোগ্রাফ-শিখুন-সঠিক-গাইডলাইন
তো মোবাইল দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি শিখুন এই সঠিক গাইডলাইন মানা আপনার জন্য অত্যন্ত জরুরি। কারণ আমরা এই সেকশনে জানবো মোবাইল দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি কিভাবে করতে হয়।মোবাইল দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি করার জন্য। 

প্রথমে আপনার যে কাজটি করার দরকার সেটি হচ্ছে প্রথমে আপনার ক্যামেরা সেটিংসে যান তারপর আপনার ক্যামেরা সেটিংস কাস্টমাইজ করুন আপনার মত করে। আপনি সেটিংস হেটেঁটে দেখবেন যে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ লাগছে।

তারপর  HDR, ম্যানুয়াল মোড, এক্সপোজার, ফোকাস এসব ব্যবহার শিখুন।  ভালো আলোতে ছবি তুলুন, নড়াচড়া এড়িয়ে চলুন, এবং শট নেওয়ার সময় কম্পোজিশনের নিয়ম মানুন। পাশাপাশি বিভিন্ন মোবাইল এডিটিং অ্যাপ।

যেমন Snapseed, Lightroom Mobile ব্যবহার করে ছবিকে আরও প্রফেশনাল করে তুলুন। আজকাল অনেক সফল ফটোগ্রাফার তাদের ক্যারিয়ার শুরু করেছেন মোবাইল ফটোগ্রাফি দিয়ে। তাই সঠিক গাইডলাইন মেনে চললে মোবাইল দিয়েও প্রফেশনাল ফটোগ্রাফির দক্ষতা অর্জন করা সম্ভব।

ফটোগ্রাফি ক্যারিয়ার কেমন হয় জেনে নিন

অনেকে প্রশ্ন করেন ফটোগ্রাফি ক্যারিয়ার কেমন হয় ? আসলে এটি নির্ভর করে আপনার দক্ষতা, প্রচেষ্টা এবং কাজের মানের উপর। ফটোগ্রাফি ক্যারিয়ার খুবই লাগজারিয়াস। একজন ফটোগ্রাফার হিসাবে আপনি কাজ করতে পারেন Wedding ওয়েডিং, প্রোডাক্ট, ফ্যাশন, জার্নালিজম, ওয়াইল্ডলাইফ, কিংবা কমার্শিয়াল ফটোগ্রাফিতে।
ক্যারিয়ার শুরু করতে একটু কষ্টসাধ্য হতে পারে কিন্তু আপনার এক্সপেরিয়েন্স ও ভালো কাজের মাধ্যমে আপনি ধীরে ধীরে ক্লায়েন্ট পাবেন এবং আপনার ইনকাম বৃদ্ধি হবে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ফটোগ্রাফি ক্যারিয়ারকে আরো সহজ করে দিয়েছে। 

সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন ফটোগ্রাফির গ্রুপে জয়েন থাকবেন তাহলে সেগুলো গ্রুপে বড় বড় ক্লাইন্ট থাকে। আপনি যদি সেগুলো গ্রুপে আপনার কাজের পোর্টফোলিও পোস্ট করেন। 

তাহলে সেখান থেকে সেই ক্লায়েন্টগুলো আপনার পোস্ট দেখতে পারবে দেখে আপনাকে হায়ার করতে পারবে। এ বিষয়ে বেশি কিছু বলার নেই। আমি আপনাকে যেগুলো গাইডলাইন দিলাম আপনি যদি এইগুলো গাইডলাইন মেনে চলেন। 

তাহলে আপনি ইনশাআল্লাহ ফটোগ্রাফি ক্যারিয়ারের সাকসেসফুল হয়ে যাবেন। অনেকেই রয়েছে যারা ফটোগ্রাফি করে সাকসেস। আপনাকে একটা উদাহরণ দেই সামান্য যদি একটা বিয়ের প্রোগ্রামে আপনি এটেন্ড করেন আর আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে থাকেন। 

আপনার সেই বিয়েতে ফটোগ্রাফির জন্যই বাজেট থাকবে দেড় থেকে দুই লাখ টাকা। হয়তো শুনে অবাক হচ্ছেন। হ্যাঁ অবাক হওয়ারই কথা তবে ওই রকম ফটোগ্রাফার হতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। ভালো মানের ক্যামেরা থাকতে হবে এবং প্রফেশনাল ভাবে ফটোগ্রাফ করতে হবে।

রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং কোন পোজ দিয়ে ছবি তুললে ভালো লাগে। এবং আপনার ক্লাইন্টকে কিভাবে ছবি তুলে দিবেন এগুলো নিয়ে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। এই ছিল ফটোগ্রাফি ক্যারিয়ার কেমন হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা। আশা করছি আপনি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন।

প্রফেশনাল ফটোগ্রাফি করতে কোন ক্যামেরা সেরা জেনে নিন

ফটোগ্রাফি শেখার আগে অনেকে জানতে চান যে ফটোগ্রাফি করতে কেমন ক্যামেরা সেরা এবং কেমন ক্যামেরা প্রয়োজন। আসলে নির্দিষ্ট একটি ক্যামেরা নয়, বরং আপনার উদ্দেশ্য ও বাজেটের উপর নির্ভর করে সেরা ক্যামেরা বেছে নিতে হবে। 

বিগিনারদের জন্য Canon EOS সিরিজ বা Nikon D3500 বেশ জনপ্রিয়। যারা ভ্রমণ ও লাইটওয়েট ক্যামেরা চান, তাদের জন্য Mirrorless ক্যামেরা যেমন Sony Alpha সিরিজ দুর্দান্ত। পেশাদারদের জন্য Full-Frame ক্যামেরা। 

যেমন Canon EOS R5, Sony A7R IV কিংবা Nikon Z6 ভালো অপশন।তবে শুধু ক্যামেরা নয়, লেন্সের মানও খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করে ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি করা যায়।

ফটোগ্রাফি করতে কেমন বাজেট এর ক্যামেরা প্রয়োজন

অনেকে ভাবেন প্রফেশনাল ফটোগ্রাফি শুরু করতে গেলে অনেক দামী ক্যামেরা লাগবে। কিন্তু বাস্তবে ফটোগ্রাফি করতে কেমন বাজেট এর ক্যামেরা প্রয়োজন তা নির্ভর করে আপনার শেখার স্তরের উপর।শুরুর জন্য ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকার মধ্যে ভালো DSLR বা Mirrorless ক্যামেরা পাওয়া যায়।

একটু উন্নত লেভেলে গেলে ১ লাখ থেকে ২ লাখ টাকা বাজেট রাখতে পারেন। পেশাদারদের জন্য ৩ লাখ বা তার বেশি দামের ক্যামেরা প্রয়োজন হতে পারে। তবে মনে রাখবেন, ক্যামেরার দাম নয় বরং আপনার দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

ফটোগ্রাফি শুরু করার জন্য ক্যামেরার বাজেট অনেকটাই নির্ভর করে আপনি কোন লেভেলে কাজ করতে চান তার উপর। যদি শুধু শখের বশে শুরু করেন তাহলে বাজেট কম রাখলেও হবে, আর যদি প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান তাহলে কিছুটা বেশি বাজেট দরকার হবে। নিচে ক্যাটাগরি অনুযায়ী ক্যামেরার নাম এবং আনুমানিক বাজেট টেবিলে সাজানো হলো:

ক্যাটাগরি ক্যামেরার নাম আনুমানিক বাজেট (BDT) উপযোগিতা
এন্ট্রি লেভেল (Beginner) Canon EOS 200D Mark II 65,000 – 75,000 BDT নতুনদের জন্য সহজ ব্যবহার, ভ্লগ ও সাধারণ ফটোগ্রাফি
Nikon D3500 55,000 – 65,000 BDT

স্টার্টআপ ফটোগ্রাফি শেখার জন্য সেরা

Sony A6000 (Mirrorless) 70,000 – 80,000 BDT হালকা ওজন, ট্রাভেল ফটোগ্রাফির জন্য ভালো
মিড লেভেল (Intermediate) Canon EOS 90D 120,000 – 140,000 BDT পোর্ট্রেট, ইভেন্ট ও প্রো-লেভেল শুটে ভালো
Nikon D7500 110,000 – 130,000 BDT মাল্টিপারপাস ফটোগ্রাফি, ওয়েডিং কভারেজ
Sony A6400 120,000 – 140,000 BDT মিররলেস অপশন, ভিডিও + ফটো দুটোতেই ভালো
প্রফেশনাল (Advanced/Pro) Canon EOS 5D Mark IV 280,000 – 320,000 BDT হাই-এন্ড ফটোগ্রাফি, ওয়েডিং, কমার্শিয়াল শুট
Nikon D850 300,000 – 350,000 BDT আল্ট্রা হাই কোয়ালিটি ইমেজ, বিজ্ঞাপন ফটোগ্রাফি
Sony A7 III (Mirrorless) 220,000 – 260,000 BDT প্রফেশনাল ভিডিওগ্রাফি + ফটোগ্রাফি দুটোতেই অসাধারণ

নোট: অনেক সময় ক্যামেরার দামের বাজার ওঠা নামা করে অফার ও ইম্পোর্ট এর উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

বিগিনারদের জন্য ফটোগ্রাফি টিপস এবং সঠিক গাইডলাইন

আমাদের মধ্যে অনেকেই রয়েছে ফটোগ্রাফি করতে গিয়ে ভালো ফটোগ্রাফি করতে পারে না ভালো ফটো ক্যাপচার করতে পারে না। আপনি কিভাবে বিগেনার থেকে এডভান্স লেভেলের প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি শিখবেন। 
বিগিনারদের-জন্য-ফটোগ্রাফি-টিপস-এবং-সঠিক-গাইডলাইন
আমরা নিচে কিছু গাইডলাইন দিয়েছি এবং হিডেন টিপস শেয়ার করেছি আপনারা ফলো করলে ইনশাল্লাহ এইভাবে আস্তে আস্তে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে যাবেন ইনশাল্লাহ।

 বিগিনারদের জন্য ফটোগ্রাফি টিপস এবং সঠিক গাইডলাইন হলো:
  • ক্যামেরার হিডেন সেটিং শেখার চেষ্টা করুন এবং মাস্টার হোন
  • ভালো একটি ওয়েদারে ছবি তুলবেন ছবি তোলার জন্য ভালো ওয়েদার বেছে নিন
  • ছবি তোলার সময় সাবজেক্ট ক্লিয়ার এবং স্পষ্ট রাখুন
  • কম্পোজিশনের নিয়ম মেনে ফটো কেপচার করুন
  • প্রতিদিন ছবি তুলুন এবং নিজের ভুল নিজে বের করে ভুল শুধরিয়ে শিখুন
আশা করছি এই টিপসগুলো মেনে আপনি যদি ফটোগ্রাফ করেন তাহলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। এবং একটা কথা মনে রাখবেন এই ফটোগ্রাফির জগতে প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে অবশ্যই । প্রতিদিন প্র্যাকটিস করবেন এবং নিজের ভুল নিজে খুঁজে বের করে সেগুলো ভুল সমাধান করার চেষ্টা করবেন।

অফলাইনে প্রফেশনাল ফটোগ্রাফি শেখার বই এবং রিসোর্স

আপনি চাইলে অফলাইনেও প্রফেশনাল ফটোগ্রাফি শেখার বই এবং রিসোর্স খুঁজে বের করে সেগুলো বই পড়ে সেগুলো রিসোর্সের মাধ্যমে প্রফেশনাল ফটোগ্রাফি শিখতে পারবেন অফলাইনে। তবে অফলাইনে শেখার জন্য প্রথমত আপনার দরকার হবে আপনার একটা ক্যামেরা এবং শিখার সেই রিসোর্স। 
আপনার কাছে যদি ক্যামেরাই না থাকে তাহলে আপনি কিভাবে ফটোগ্রাফি শিখবেন। ধরুন আপনার কাছে ক্যামেরা নেই শুধু আপনার কাছে আছে প্রফেশনাল ফটোগ্রাফি শেখার বই এবং রিসোর্স।আপনি আপনি শুধু বই পড়েই যাবেন প্র্যাকটিক্যালি ফটোগ্রাফ করবেন না। 

তাহলে তো আপনার শিখাই হলো না। যার জন্য প্রথমে আপনার দরকার ক্যামেরা তারপর দরকার হচ্ছে আপনার প্রফেশনাল ফটোগ্রাফি শেখার বই এবং রিসোর্স। এই দুইটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অফলাইনে প্রফেশনাল ফটোগ্রাফি শিখতে পারবেন ইনশাআল্লাহ। 

অনেকে বই পড়তে পছন্দ করেন তাদের জন্য এই মাধ্যম টি। নিচে অফলাইনে প্রফেশনাল ফটোগ্রাফি শেখার চারটি বই এবং রিসোর্স হিসেবে উল্লেখযোগ্য কিছু বইয়ের নাম তুলে ধরা হলোঃ
  • Understanding Exposure – Bryan Peterson
  • The Digital Photography Book – Scott Kelby
  • On Photography – Susan Sontag
  • Light Science & Magic – Fil Hunter
এই বইগুলো থেকে ফটোগ্রাফির টেকনিক, কম্পোজিশন, আলো নিয়ন্ত্রণ সব কিছুই শেখা যায়। এছাড়া স্থানীয় লাইব্রেরি বা ফটোগ্রাফি ক্লাবে যোগ দিয়ে অফলাইনে শেখার সুযোগ তৈরি করা যায়।

প্রফেশনাল ফটোগ্রাফি কিভাবে শিখবো সঠিক গাইডলাইন - FAQ

প্রফেশনাল ফটোগ্রাফি শেখার জন্য কত সময় লাগে?

সাধারণত ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ভালোভাবে শেখা সম্ভব, তবে প্র্যাকটিসের উপর নির্ভর করে।

মোবাইল দিয়ে কি প্রফেশনাল ফটোগ্রাফি করা যায়?

হ্যাঁ, উন্নত মোবাইল ক্যামেরা এবং সঠিক কৌশলে দুর্দান্ত ছবি তোলা যায়।

অনলাইনে কোর্স করলেই কি প্রফেশনাল হওয়া সম্ভব?

কোর্স সাহায্য করবে, তবে হাতে-কলমে প্র্যাকটিস করাই মূল বিষয়।

DSLR নাকি Mirrorless ক্যামেরা ভালো?

উভয়েরই সুবিধা আছে, তবে বর্তমানে Mirrorless ক্যামেরা বেশি জনপ্রিয়।

ফটোগ্রাফি ক্যারিয়ার কি লাভজনক?

হ্যাঁ, Wedding, Product, Fashion, Wildlife ইত্যাদি সেক্টরে আয় ভালো হয়।

প্রফেশনাল ফটোগ্রাফি শিখতে কত বাজেট দরকার?

শুরুর জন্য ৫০-৬০ হাজার টাকায় ভালো ক্যামেরা পাওয়া যায়।

ফটোগ্রাফি শিখতে বই পড়া কতটা কার্যকর?

বই ফটোগ্রাফির থিওরি বুঝতে দারুণ সাহায্য করে।

নতুনদের জন্য কোন ক্যামেরা ভালো?

Canon EOS 200D বা Nikon D3500 নতুনদের জন্য উপযুক্ত।

ফটোগ্রাফিতে সবচেয়ে জরুরি বিষয় কী?

আলো এবং কম্পোজিশন।

প্রফেশনাল ফটোগ্রাফার হতে হলে কি ডিগ্রি লাগবে?

না, ডিগ্রি বাধ্যতামূলক নয়। দক্ষতা ও অভিজ্ঞতাই আসল।

লেখকের শেষ মন্তব্য

আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আপনি প্রফেশনাল ফটোগ্রাফি কিভাবে শিখবেন তার সঠিক গাইডলাইন পেয়ে গিয়েছেন। আজকের এ আর্টিকেল থেকে আপনি যদি বিন্দু পরিমান উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। 

আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত এরকম আর্টিকেল পাবলিশ করা হয় এবং সকল বিষয়ে গাইড লাইন মূলক আর্টিকেল পাবলিশ করা হয়। এরকম গাইডলাইন এবং ইনফরমেশন রিলেটেড তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে যুক্ত থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url