বাসর রাতে কি করলে বাচ্চা হয় - বাসর রাতের নিয়ম কানুন
সহবাসের নিয়ম নীতি pdfবাসর রাতে যেই ভুলগুলো আমরা করে ফেলি বাসর রাতে কি করলে বাচ্চা হয় এবং বাসর রাতের নিয়ম-কনুন গুলো আমরা অনেকেই না জেনে বাসর রাত শুরু করার জন্য এটি আমাদের জন্য হতে পারে হতাশা জনক।
সূচিপত্র: বাসর রাতে কি করলে বাচ্চা হয়
বাসর রাতে কি করলে বাচ্চা হয় - বাসর রাতের নিয়ম কানুন
বাসর রাত হলো প্রত্যেকটি মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি রাত এই রাতে
নতুন বধু এবং নতুন বর একসাথে হয়। বিয়ের নিয়ম কানুন মেনে বিবাহ করার পরে এই
রাতের জন্য দুজনেই প্রস্তুত হয়। বাসর রাত এর বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এর অনেক
নিয়ম-কানুন রয়েছে।
বাসর রাতে যদি আপনি নিয়মকানুন ঠিক মতো না পালন করেন তবে এটি হয়তো বা আপনার
জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়াবে কেননা আপনি সবসময় মনে করবেন যে আমি কেন
এইটা করতে পারলাম না যে কারণে সর্বপ্রথম আমাদের বাসর রাতের নিয়ম কানুন জানতে
হবে
সে অনুযায়ী সেই রাতটাকে আরো বেশি সুন্দর করে তোলার চেষ্টা করতে হবে। আমরা অনেকেই
জানিনা যে নতুন বধূ অথবা নতুন বরের সাথে কিভাবে কথা বলতে হয় যে কারণে আমরা
ভুলবশত ভুল কথা বলে ফেলি যেটি আমাদের সারা জীবন পস্তাতে হয়।
আবার অনেকেই জানে না যে বাসর রাতে কি করলে বাচ্চা হয় বাসর রাতে কি করলে বাচ্চা
হয় এই বিষয়টি সকলে জানা জরুরি কেননা ভুল কোন কিছু করলে ঘুরতে পারে নানা ধরনের
সমস্যা। যে কারণে বাসর রাতে বাচ্চা কি করলে হয় সেটি জানা জরুরী। বাসর রাতে যদি
স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলিত হয় তবেই বাচ্চা হয়।
তবে বাসর রাতের দিনই বাচ্চা নিতে হবে এমন কোন কথা নেই আপনি চাইলে যে কোন সময়
বাচ্চা নিতে পারেন। এবং বাচ্চা নেওয়ার জন্য প্রয়োজন সঠিক সহবাস এবং স্বামী
স্ত্রীর সঠিক মিল। তাছাড়াও শুক্রানু এবং ডিম বাড়ানোর একসঙ্গে মিলিত হওয়ার
মাধ্যমেই বাচ্চা হয়
আরো পড়ুন: বাসর রাতের নিয়ম কানুন
যে কারণে বাসর রাতের দিন আপনি সঠিক নিয়মে সহবাস করে এবং শুক্রাণু এবং
ডিম্বানুকে একসঙ্গে মিলিতভাবে সুস্থ অবস্থাতে জীবন যাপন করা অবস্থায় আপনি বাচ্চা
নিতে পারবেন। এইবার তাহলে আপনি বুঝতে পেরেছেন বাসর রাতে কি করলে বাচ্চা
হয়।
এখন আমরা আরো জানবো যে বাসর রাতের নিয়ম-কানুন কি কি? বাসর রাতের নিয়ম-কানুন
গুলো মেনে আমরা খুব সহজেই আমাদের সেই বাসর রাতটি আরো বেশি দুর্দান্ত কর এবং
স্মৃতি হিসেবে রেখে দিতে পারব। বাসর রাতে নিয়ম-কানুন গুলো হল:
- ইসলামিক দৃষ্টিতে সর্বপ্রথম বাসর রাত শুরু করার পূর্বে স্বামী-স্ত্রী একসাথে দুই রাকাত নফল নামাজ পড়বে এবং তারপরে বাসর রাত শুরু করবে।
- এবং বাসর রাতের দুই রাকাত নফল নামাজ শেষ হওয়ার পরে স্বামী তার স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করবে।
- এবং এটি অনেক বেশি জরুরী যে স্বামী এবং স্ত্রী অবশ্যই একে অপরের জন্য দোয়া করবে এবং তারা সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইবে যেন তারা সঠিক এবং সৎভাবে সংসারের নিয়ম নীতি মেনে নিয়ে তাদের সংসার করতে পারে।
- এবং চাইলে তারা হালাল ভাবে সহবাস করতে পারবে কেননা স্বামী স্ত্রীর বিবাহের পরে সহবাস করা বৈধতা পেয়ে যায়। যে কারণে স্বামী এবং স্ত্রী যদি উভয়ই রাজি থাকে তবে তারা সহবাস করতে পারে।
- অথবা স্বামী স্ত্রী যদি উভয়েই না চায় যে তারা সেই রাতে সহবাস করবে না তাহলে তারা সহবাস না করেও থাকতে পারবে এতে কোন ধরনের সমস্যা হবে না বাসর রাতের।
- তারা চাইলে সারারাত নিজেদের বিষয়ে আলোচনা করতে পারে এবং তাদের মনের সকল কথা একে অপরের সাথে শেয়ার করতে পারে এবং তারা দুজনে সারারাত গল্প করেও কাটাতে পারে।
- আবার অনেক সময় দেখা যায় যে বিয়ের আয়োজন পালন করার ক্ষেত্রে স্বামী-স্ত্রীর উভয়েই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে যে কারণে হালকা কিছু কথাবার্তা অথবা হালকা একটু সহবাস করে তারা ঘুমিয়ে যেতে পারে।
- তবে বাসর রাতের দিন যে সকল কথাগুলোই আপনি বলবেন সেই কথাগুলোই হতে পারে আপনার জন্য ভালো অথবা সেই কথাগুলোই ডেকে আনতে পারে আপনার সংসারে অশান্তি। তাই নিচে যে সকল কথা বলতে বলা হয়েছে এবং যে কথাগুলো বলতে নিষেধ করা হয়েছে সেগুলো এড়িয়ে চলুন।
প্রিয় পাঠক ওপরে আমরা জানলাম বাসর রাতে কি করলে বাচ্চা হয় এবং বাসর রাতের
নিয়ম-কানুন। যেগুলো মেনে আমরা খুব সহজেই আমাদের বাসর রাত থেকে আনন্দময় ও
স্মৃতিময় করে তুলতে পারব। তবে আরও বিশেষ বিশেষ যে সকল প্রশ্ন এবং কথা রয়েছে
সেগুলোর নিচে জানানো হয়েছে এগুলো ভুল করবেন না।
বাসর রাতে কি কি হয়
বাসর রাতে কি কি হয় এটি জানার আগ্রহ আমাদের অনেক বেশি। অনেকেই জানতে চাই বাসর
রাতে কি কি হয় বাসর রাতে মূলত বর ও কনে একে অপরের সাথে সর্বপ্রথম এক ঘরের
মধ্যে দুজনে ভালোবাসার সময় কাটানো সর্বপ্রথম সময় পাই। এখানে বড় কোণে ছাড়া
আর কেউ তাদের সময় নষ্ট করার মতন সেই রুমের মধ্যে থাকে না।
যে কারণে সব থেকে তার স্বামীকে এবং স্বামী স্ত্রীকে সময় দেওয়ার জন্য সেই রাতে
সব থেকে উত্তম সবার জীবনেই বাসর রাত প্রথমবারের মত হয় । যে কারণে সকলেই চাই তার
বাসর রাত যেন অনেক বেশি সুন্দর হয় তাই তারা দুজনেই সর্বপ্রথম নিজেদের পরিচয় হয়
নাই
তারপরে তারা ইসলামের শরিয়া অনুযায়ী দুই রাকাত নফল নামাজ আদায় করে নেই। এরমধ্যে
নামাজ শেষে তারা একে অপরের জন্য দোয়া করে এবং তারা নিজেদের মধ্যে পরিচয় হওয়ার
জন্য একে অপরকে অনেক সুন্দর সুন্দর এবং অনেক মজার মজার প্রশ্ন করে যে কারণে তারা
একে অপরকে ভালোভাবে জানার সুযোগ পায়।
এই রাতেই তারা দুজন দুজনকে অনেক ভালোভাবে জানতে পারে। এবং বাসর রাতে অনেকেরই
বাসর রাত ফুল দিয়ে ভালোভাবে সাজানো হয়। এবং বাসর রাতের পরিবেশটিও অনেক সুন্দর
হয়। যে কারণে স্বামী-স্ত্রী একে অপরের সাথে মিলিত হওয়ার সুযোগ পায় সেদিনকে
অনেক ভালোভাবে। এবং বাসর রাতে কোন কোন বিষয়ে কথা বলা যাবে না সে বিষয়ে নিজে
থেকে জেনে নিন।
বাসর রাতে যে ১০টি প্রশ্ন কখনও ভুলবেন না
বাসর রাতে আপনি সকল ধরনের প্রশ্ন করতে পারেন যেগুলো আপনার জানা জরুরী তবে কখনোই
অপরকে কষ্ট দেওয়ার মতো প্রশ্ন আপনি করবেন না। তার বিষয় যদি আপনার কোন কিছু
জানার থাকে তবে হাসিমুখে জিজ্ঞাসা করুন আপনার মুখ যদি গম্ভীর থাকে তবে অপর
ব্যক্তি খারাপ ভাবতে পারে
আরো পড়ুন: বাচ্চা নেওয়ার সঠিক পদ্ধতি
যে কারণে আপনি সুন্দরভাবে তার সাথে কথা বলার চেষ্টা করুন এবং তার বিষয়ে জানার
চেষ্টা করুন। এবং বাসর রাতে অতীতের বিষয়গুলো ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু
করার দিকে মনোযোগী হন। অতীত ভুলে যান। এবং বর্তমান সময় নিয়ে ভাবুন এবং
বর্তমান এর এই বিষয়গুলোই মাথায় রাখুন। তবে আপনি যে এই প্রশ্নগুলো করতে পারেন
সেই প্রশ্নগুলো
বাসর রাতে কি কথা বলতে হয়
যে প্রশ্নগুলো বাসর রাতে আপনি আপনার স্বামীকে করতে পারেন সেই প্রশ্নগুলো অনেক
বেশি জরুরী বাসর রাতের নিয়ম-কানুন মেনে আপনি তাকে এই প্রশ্নগুলো করতে পারেন এ
প্রশ্নগুলো যখন আপনি করবেন তখন অবশ্যই হাসিমুখে কথা বলবেন। বাসর রাতে
নিয়ম-কাননে যে সকল প্রশ্ন করতে পারেন আপনি তা নিজে জানানো হলো:
- প্রথম প্রশ্ন হিসাবে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তুমি আমার সঙ্গে সারা জীবন কাটাতে চাও কেন এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার স্ত্রী অথবা আপনার জীবন সঙ্গী কেন আপনার সাথে সারা জীবন কাটাতে চাই এবং তার উদ্দেশ্য কি অথবা চিন্তাভাবনা কেমন মিল রয়েছে আপনাদের দুজনের।
- এবং আপনি যখন তাকে সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করবেন তখন এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা ভবিষ্যতের বিষয়ে চিন্তাভাবনা করেছেন এবং আপনার দৃষ্টিভঙ্গি কেমন এবং সন্তান নিয়ে আপনারা কি ভাবেন এটি খুব ভালোভাবে জানতে পারবেন।
- এবং আপনি তাকে জিজ্ঞেস আপনার জীবন সঙ্গী কে জিজ্ঞাসা করতে পারেন যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি এটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার জীবন সঙ্গী সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি এবং আপনি সেই বিষয়ে চলতে পারবেন এবং তার গুরুত্বপূর্ণ বিষয়ে বাধা হয়ে না দাঁড়ানোর চেষ্টা করবেন।
- আপনি এমনটাই জিজ্ঞেস করতে পারেন আপনার জীবন সঙ্গীকে যদি আমি কোন একদিন হারিয়ে যাই তবে কি তুমি আমার জন্য অপেক্ষা করবে এটি জিজ্ঞাসা করার মাধ্যমে জানতে পারবেন সে আপনাকে কতটুকু ভালোবাসে সে আপনার জন্য অপেক্ষা করবে কিনা।
- আপনি আপনার জীবন সঙ্গীকে জিজ্ঞাসা করতে পারেন যে বিয়ের পর কি আপনি আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য গুলো পূরণ করতে সাহায্য করবেন এটির মাধ্যমে জানতে পারবেন যে সে আপনাকে আপনার লক্ষ্য অনুযায়ী আগাতে দিবে কিনা।
- এবং আপনি আপনার জীবন সঙ্গীকে জিজ্ঞাসা করতে পারেন তুমি আমাদের সংসার নিয়ে কি ভেবেছ এবং তারপরে তার উত্তর শুনে আপনি বুঝতে পারবেন যে আপনার সংসার সে কিভাবে পরিচালনা করবে এটি হয়তো বা আগে থেকেই প্ল্যান করে রেখেছেন।
ওপরে সকল প্রশ্নগুলো আপনি সুন্দর এবং হাসিমুখে করার মাধ্যমে আপনার জীবনসঙ্গের
সকল কিছু আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন তবে বাসর রাতে কি করলে বাচ্চা হয়
এটি ওপরে জানানো রয়েছে এটি আপনি জেনে আসতে পারেন এটি বাসর রাতে অনেক উপকারী
হয়।
বাসর রাতে স্বামীকে কী উপহার দেওয়া যায়?
আপনি আপনার স্বামীকে বাসর রাতের দিন যে উপহার দিয়ে দিবেন সেটি অনেক
গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং আপনি স্বামী সেই উপহারটি যত সময় ব্যবহার করবে
আপনার স্বামী শুধুমাত্র আপনার কথাই ভাববে। তাই আপনার স্বামীকে এমন কিছু উপহার
দিন যেন আপনার স্বামী সারাজীবন আপনার সেই উপহারের কথা মনে রাখে। এর জন্য আপনার
স্বামীকে দিতে পারলেন অনেক ভালো ভালো উপহার।
এই উপহারগুলো বাসর রাতের নিয়ম-কানুন এর মধ্যে পড়ে যে কারণে এই উপহারগুলো
দেওয়ার মাধ্যমে আপনি আপনার বাসর রাতের মুহূর্ত গুলি আরো সুন্দর করতে পারেন। আপনি
চাইলে আপনার স্বামীকে একটি অনেক সুন্দর সুগন্ধি ময় পারফিউম উপহার দিতে পারেন এটি
যতবার আপনার স্বামী ব্যবহার করবে ততবারই আপনার কথা মনে আসবে।
আরো পড়ুন: নেক সন্তান লাভের দোয়া
আপনি আপনার স্বামীকে একটি ওয়ালেট গিফট করতে পারেন অথবা একটি ঘড়ি গিফট করতে
পারেন যেটি আপনার স্বামী সব সময় ব্যবহার করবে এবং আপনার কথা মনে রাখবে। এবং
উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে এটি জানা অনেক বেশি জরুরী যে বাসর রাতে কি করলে
বাচ্চা হয় বাসর রাতের নিয়ম-কানুন জেনে বাসর রাত পালন করুন।
নতুন বউকে কিভাবে করতে হয়
নতুন বউকে কিভাবে করতে হয় এই বিষয়ে অনেক ভালোভাবে জানা উচিত বাসর রাতে
প্রথমেই কোন কথা ছাড়া আপনি যদি তার ওপরে ঝাঁপিয়ে পড়েন তবে সে আপনাকে অনেক
খারাপ দৃষ্টিতে দেখবে যে কারণে বাসর রাত শুরু করার পূর্বে দুই রাকাত নফল নামাজ
পড়ে তারপরে বাসর রাত শুরু করুন এবং একে অপরের জন্য দোয়া করুন
তারপরে আস্তে আস্তে আপনার স্ত্রীর সঙ্গে ভালোভাবে সম্পর্ক গড়ে তোলা চেষ্টা
করুন তার বিষয়ে জানার চেষ্টা করুন। এবং আস্তে আস্তে আপনার স্ত্রীর বিশ্বস্ত
হয়ে উঠুন এবং আপনার স্ত্রীর অনুমতি যদি থাকে এবং আপনার অনুমতি যদি থাকে তবে
আস্তে আস্তে সবাই এর প্রস্তুতি নিন। এবং সঠিক ও সুস্থ নিয়মে সহবাস করুন।
বাসর রাতে বিড়াল মারার অর্থ কি?
বাসর রাতে বিড়াল মারার কথাটি প্রচলিত তবে এটি সত্যিকার অর্থে বিড়াল মারা
বোঝায় নয় বিড়াল কে হ'ত্যা করা বোঝায় না। এটি একটি প্রচলিত কথা এবং এই কথা
দ্বারা বোঝানো হয় যে কাউকে যদি শাসন করতে হয় তবে বাসর রাতেই শাসন করতে
হবে।
একটু কড়াকড়ি ভাবে তাকে বলে দিতে হবে যে আমার উপরে আপনি কোন কথা বলবেন না আমি
ওইটা পছন্দ করি না আমার সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত এমন ভাবে আপনার স্ত্রীকে
কন্ট্রোল করার জন্য এই সকল কথা বলতে পারেন। তবে পুরো বাসর রাত জুড়েই একথা বলা
উচিত নয়
প্রথমের দিকে আপনি এই সকল কথা বলতে পারেন। তবে যখন আপনার এই সকল কথা বলা শেষ হয়ে
যাবে তার কিছুক্ষণ নীরবতা পালন করুন এবং তারপরে আপনার স্ত্রীকে এইভাবে কথা বলা
শুরু করুন যে আমি আপনাকে যে সকল কথাগুলো বললাম
এগুলো খেয়াল রেখে চলাফেরা করার চেষ্টা করুন তাহলে আর কোন সমস্যা থাকবে না এভাবেই
বাসর রাতের নিয়ম নীতি ফলো করুন। এবং বাসর রাতের পূর্বে জেনে নিন বাসর রাতে কি
করলে বাচ্চা হয় এবং বাসর রাতের নিয়ম কানুন।
আমাদের পরামর্শ
প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলটি আপনাদেরকে বাসর রাতে কি করলে বাচ্চা হয় -
বাসর রাতের নিয়ম কানুন সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পেরেছে। যদি এই বিষয়ে
আপনাদের কোনো প্রশ্ন থাকে বা মূল্যবান মতামত জানাতে চান, তাহলে অবশ্যই কমেন্ট
করে জানাবেন। আর আর্টিকেলটি শেয়ার করে আপনার আত্মীয়স্বজন ও প্রিয়জনদেরও বাসর
রাতে কি করলে বাচ্চা হয় - বাসর রাতের নিয়ম কানুন বিষয়ে যানার সুযোগ করে দিন।
ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url