সহবাসের নিয়ম নীতি pdf - যে ১০টি নিয়ম জরুরী
নেক সন্তান লাভের দোয়াসহবাসের সঠিক নিয়ম না জানার ক্ষেত্রে সহবাসের সময় ঘটে নানান ধরনের বিপত্তি।
তাই সঠিক সহবাসের নিয়ম নীতি pdf - যে ১০টি নিয়ম জরুরী।
সূচিপত্র: সহবাসের নিয়ম নীতি pdf - যে ১০টি নিয়ম জরুরী সহবাসের নিয়ম নীতি pdf - যে ১০টি নিয়ম জরুরী
অনেকের মনে প্রশ্ন জাগে সহবাসের নিয়ম নীতি পিডিএফ বিস্তারিত আছে কিনা। সহবাসের
নিয়ম-নীতির জানার জন্য পিডিএফ ফাইল ও বই পাওয়া যায়। সহবাসের নিয়ম নীতি নিয়ে
আজকে আমরা আলোচনা করব।
আমাদের এই পোস্টটি ভালো ভাবে পড়লে জানতে পারবেন সহবাসের নিয়ম-নীতি কেমন।
সহবাসের নিয়ম নীতি পিডিএফ বিস্তারিত জেনে নিন।
আপনার ও আমার রব আল্লাহ তায়ালা সকল নেয়ামতের মধ্যে একটি নিয়ামত হল স্বামী
স্ত্রী। আপনারা হয়তো সবাই জানেন একজন স্বামী স্ত্রী আনন্দের মুহূর্ত হল যৌন
মিলন। এই যৌন মিলন শুধু স্বামী স্ত্রীর জন্য মহান আল্লাহ তায়ালা বৈধ করেছেন।
এই স্বামী স্ত্রী সহবাসের ইসলামিক অনেক নিয়ম আছে যা আমরা অনেকেই অজানা। এর জন্য
আমরা আজকে সহবাসের নিয়ম নীতি pdf - যে ১০টি নিয়ম জরুরী বিস্তারিত জানব। এ
সহবাসের জন্য সমাজে কিছু কুসংস্কার নিয়ম আছে।
সহবাসের আগে কি কি কাজ করা উচিত তা আমরা আজকে জানতে পারবো। সহবাস হচ্ছে স্বামী
স্ত্রীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনারা সবাই জানেন যে স্বামী স্ত্রী যৌন
মিলনের ফলে চরম সুখ ও শান্তি অনুভব করে যা অন্য ভাবে সম্ভব না। সহবাসের নিয়ম
নীতি pdf - যে ১০টি নিয়ম জরুরী নিয়ম আছে। যেমন:
- সহবাসের পূর্বে দোয়া পড়তে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা" এই দোয়া পড়া সুন্নত। এর অর্থ হল, "হে আল্লাহ, আপনার নামে শুরু করছি, আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখুন এবং আমাদেরকে যা দান করবেন, তাকেও শয়তান থেকে দূরে রাখুন
- সহবাসের পরে উভয় দুজনকেই গোসল করতে হবে। যদি বীর্যপাত না হয় তবে সে ক্ষেত্রে উভয় দুজনকে অজু করতে হবে।
- আপনার স্ত্রীর যদি মাসিক বা ঋতুস্রাব হয় তখন সহবাস করা যাবে না।
- সহবাসের সময় অন্য বিষয়ে কথা বলা বা আলোচনা করা উচিত নয়।
- সহবাসের সময় কোন প্রকার অশ্লীলতা ও খারাপ আচরণ করা যাবে না।
- আপনার স্ত্রীর গর্ভাবস্তায় থাকলে আপনার স্ত্রীর শরীরে অনেক শারীরিক অসুস্থতা দেখা দেয় এর জন্য স্ত্রী গর্ভাবস্থায় সহবাস করার যাবেনা।
- সহবাসের সময় দুইজন উভয়ের সম্মতি ও ইচ্ছা থাকলে তবে সহবাস করতে হবে। এছাড়া ইচ্ছার বিরুদ্ধে সহবাস করা উচিত নয়।
- সহবাসের সময় আপনাদের সন্তান লাভের নিয়ত করতে হবে এবং দোয়া করতে হবে। অনেকের মুখে বা হাতে ময়লা থাকে বাম মুখ থেকে গন্ধ বের হয়। এর জন্য আপনাদেরকে সহবাসের আগে হাত মুখ ভালোভাবে ধুয়ে যাইতে হবে।
- আপনাদের পূর্ব বগল, নাভি, যৌন অঙ্গের লোম বড় বড় হয়ে থাকে। সহবাসের আগে এই সকল লোমগুলো পরিষ্কার করে যৌন মিলন করতে হবে।
- আপনার শরীরে যদি কোন কিছুর গন্ধ থাকে তাহলে আপনাকে একটি ভালো পারফিউম ব্যবহার করতে হবে।
আপনারা এই তিনটি নিয়ম মেনে চললে স্বামী স্ত্রী যৌন মিলনের সময় অনেক আনন্দ ও
মজা পাবেন।
সহবাসের দোয়া
ইসলামে সহবাসের নিয়ম
আপনার মানসিক ভারসাম্য, স্বভাবজাত পরিছন্নতা , ও পবিত্রতা রক্ষার অন্যতম উপায়
হচ্ছে বিয়ে। ইসলামে নারী ও পুরুষের মধ্যে সুন্দর জীবনযাপনের জন্য আল্লাহ
তা'আলা বিয়ের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তায়ালা বিয়ের বিষয়টি সহজ ও স্বাভাবিক
করে দিয়েছেন।
আমাদের কোরআন শরিফে বলেছেন তোমরা বিয়ে করো তোমার পছন্দের নারীদের থেকে, দুজন
অথবা তিনজন অথবা চারজন, কিন্তু যদি আশঙ্কা করো যে তোমরা ভারসাম্যপূর্ণ আচরণ
করতে পারবে না তাহলে মাত্র একজন। (সূরা নিসা, আয়াত :০৩)
অনেক স্বামী স্ত্রী মনে প্রশ্ন জাগে সহবাসের সময় কোন দোয়া পড়তে হয়। তাদের
জন্য সংক্ষেপে সহবাসের দোয়া বিশেষ ভাবে আলোচনা করা হলো।
আরবি : بِسْمِ اللَّهِ ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
বাংলা উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা, ওয়া জান্নিবিশ
শায়ত্বানা মা রাজাক্বতানা। অর্থ : ‘হে আল্লাহ! তোমার নামে আরম্ভ করছি। তুমি
আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের যে সন্তান দান করবে (এ মিলনের ফলে)—
তা থেকেও শয়তানকে দূরে রাখো।’
সহবাসের সময় এই দোয়া টা পড়তে হবে।
এই দোয়াটা পড়লে শয়তানরা সহবাসের সময় দূরে থাকে। এই দোয়াটির কথা আমাদের
কোরআন শরীফে দেওয়া আছে।
সহবাসের আগে ও পরের দোয়া
স্বামী-স্ত্রী সহবাসের আগে ও পরে দোয়া করতে হয় কেনো তা নিয়ে আমরা আপনাদের
সাথে আলোচনা করব। সহবাসের সময় দোয়া করা ইবাদত। তবে সে দোয়া আপনাদের প্রিয়
নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশিত মতে হতে হবে।
প্রিয় নবী বলেছেন স্বামী স্ত্রী মিলনের আগে দোয়া করতে হয়। সে দোয়া নিয়ে
আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব।
স্বামী-স্ত্রী মিলনের আগে যে দোয়া পড়তে হয়-
بِسْمِ اللّهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَ جَنِّبِ الشَّيْطَانَ مَا
رَزَقْتَنَا
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ
শায়ত্বানা মা রাযাক্বতানা।’
অর্থ : ‘হে আল্লাহ! তোমার নামে (যৌন মিলন বা সহবাস) আরম্ভ করছি, তুমি আমাদের
(স্বামী-স্ত্রী উভয়ের) কাছ থেকে শয়তানকে দূরে রাখ। আমাদের এ মিলনের ফলে যে
সন্তান দান করবেন, সে সন্তানকেও শয়তান (যাবতীয় আক্রমণ) থেকে দূরে রাখ।’
হাদিসে দেওয়া আছে স্বামী স্ত্রী যৌন মিলনের সময় যদি এই দোয়া পড়ে তাহলে
শয়তান কাছে থাকতে পারে না। এর ফলে স্বামী স্ত্রীর যৌন মিলন নিরাপদ ও শয়তানের
প্রভাব মুক্ত হয়। ও স্বামী স্ত্রী যৌন মিলনের আগে এই দোয়াটি পড়া সুন্নত।
আপনারা সবাই সহবাসের আগে মনে করে এই দোয়াটি একবার পড়ে নেবেন।
সহবাসের নিষিদ্ধ সময় কখন
তাই স্বামী স্ত্রীর মনে একটি প্রশ্ন জেগে ওঠে সহবাসের নিষিদ্ধ কোন সময়ে।
সাধারণত দিবারাত্রে স্বামী স্ত্রী সহবাস করার সময় পাই বা করে তখনই সহবাস
বৈধ। তবে শরীয়ত কর্তৃক নির্ধারিত সময় আছে সেই সময়ে স্বামী স্ত্রী সহবাস করা
বৈধ নয়। যেমন :
- রমজান মাসের দিনের বেলায় রোজা রাখার অবস্থায় যৌন মিলন করা বৈধ নয়। প্রিয় নবী বলেছেন রোজার দিনে স্ত্রী তোমার পোশাক ও তোমার স্ত্রীর পোশাক তুমি। ও আরো বলেছেন রোজা অবস্থায় যৌন মিলন করলে পরবর্তী টানা ৬০ দিন রোজা করতে হবে ও ৬০ জন মিসকিন কে খাওয়াইতে হবে।
- হজ্জ বা উমরার ইহরাম অবস্থায়। মহান আল্লাহ তা'আলা বলেছেন সুবিদিত মাসে হজ্জ হয়। এই মাসে কেউ হজ করার নিয়ত করলে সে যেন তার স্ত্রীর সাথে সহবাস না করে।
দুপুরে সহবাস করলে কি হয়
সহবাসের নিয়ম নীতি পিডিএফ বিস্তারিত জেনে নিন। যেমন অনেকের মনে একটি প্রশ্ন
জেগে ওঠে সেটি হলো দুপুরে সহবাস করলে কি হয়। এমন প্রশ্নের উত্তর অনেকে জানতে
চাই। আমরা আজকে দুপুরে সহবাস করলে কি হয় এই নিয়ে আলোচনা করব।
অনেকে জানতে চান দুপুরে সহবাস করলে কি হয় সাধারণত শারীরিক মিলনের সময় নিয়ে
বিভিন্ন বিশ্বাস বা ধারণা প্রচলিত আছে। অনেকে মনে করেন রাতে সহবাস করা সঠিক সময়।
আবার অনেকে মনে করেন সকালে বা দুপুরে সহবাস করলে শরীরের ওপর ইতিবাচক প্রভাব পড়ে।
এমন সহবাসের নিয়ম নীতি pdf - যে ১০টি নিয়ম জরুরী বিস্তারিত আলোচনা জেনে নিন।
আপনাদের সাথে আমরা এখন আলোচনা করব দুপুরে সহবাসের উপকারিতা কি। দুপুরে সহবাসের
উপকারিতা। যেমন :
- দুপুরে সমাবেশ করলে শক্তি বেশি থাকে। সকালে নাস্তা করার পর দুপুরে খাবারের আগে সহবাস করলে ক্লান্তি অনুভব হয় না এবং এ সময়ে শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে।
- মানসিক চাপ ও কিছু কাজের চাপে অশান্তি কখনো কিছু ভালো না লাগলে ব্যস্ত দিনের মাঝখানে কিছুটা আরাম পেতে যৌন মিলন করে আরাম ও প্রশান্তির দারুন একটি উপায়।
- দুপুরে কোন কাজের মনোযোগ বাড়াতে হলে যৌন মিলন করার সুযোগ থাকলে যৌন মিলন করার পর কাজের উপর আগ্রহ এটা একটু বেশি হয়।
- যৌন মিলনের উত্তেজনা রাতের তুলনায় দুপুরে অনেক বেশি উত্তেজনা হয়ে থাকে।
- অনেক মানুষ দুপুরে খাওয়ার পর কিছুটা সময় বিশ্রাম নেই। এই সময় যৌন মিলন করলে সময়টাও কার্যকরী হয় এবং মানসিক ও শারীরিক মনোভাব ভালো অনুভব দেখা দেয়।
এগুলো হলো দুপুরে যৌন মিলন করার উপকারিতা।
এক রাতে কতবার মিলন করা যায়
এক রাতে কতবার যৌন মিলন করা যায় এমন প্রশ্ন এখন ও অনেকের অজানা। সহবাসের কিছু
নিয়ম আছে। একটি মানুষের সাথে যেমন অন্য একটি মানুষের সাথে মিল নাই তেমন সব
মানুষের যৌন ক্ষমতা এক নয় ।
এক রাতে যৌন মিলন সংখ্যা ব্যক্তি ভেদ ভিন্ন হয়। যেমন তরুণ বয়সে টেস্টোস্টেরনের
পরিমাণ বেশি থাকার কারণে যৌন মিলনের ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হয়। তবে অধিক বার
মিলন করলে শরীরে ক্লান্তি ও অবসাদ দেখা দেয়। প্রত্যেক পুরুষের যৌন মিলন ক্ষমতা
এক নয়।
কেউ কেউ ১০ থেকে ২০ মিনিটের মধ্যে পুনরায় মিলনে সক্ষম হতে পারে। আবার অন্য কারো
কয়েক ঘণ্টা পর পুনরায় যৌন মিলনের ক্ষমতা হতে পারে। যাদের যৌন মিলনের সমস্যা হয়
তাদের জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
প্রযুক্ত পানি পান করলে,ভালো ঘুম এবং ব্যায়াম যৌন মিলনের ক্ষমতা বাড়াতে
সাহায্য করে। প্রাকৃতিকভাবে কিছু যৌন শক্তি বৃদ্ধি করার খাবার আছে যেমন : কলা,
বাদাম, মধু, রসুন গ্রহণ করলে যৌন মিলনের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
দিনে কতবার সহবাস করা যায়
সহবাসের সময় অনেক হরমোন খরচ হয়। এই হরমোন তৈরি হতে প্রায় একদিন সময় লাগে।
হরমোন খরচ হওয়ার পর যৌন মিলন করলে রক্ত বের হয়ে আসে। এটি শরীরের জন্য অনেকটাই
ক্ষতিকর। এর জন্য যৌন মিলন দিনে একবার করতে হবে।
আপনি চাইলে একবারের অধিক যৌন মিলন করতে পারেন তবে এটি শরীরের জন্য অনেকটাই
ক্ষতিকর।
সপ্তাহে কতবার সহবাস করা উচিত
অনেকের মনে প্রশ্ন থাকে সপ্তাহে কতবার সহবাস করা উচিত। একটি মানুষের নিয়মিত
যৌন মিলনে যে পরিমাণ উপকার আছে ঠিক তেমন ক্ষতিকর দিক আছে।
প্রকারের দিক গুলির মধ্যে প্রথমটি হল এটি স্ট্রেস কমাতে সাহায্য করে। হার্টের
জন্য নিয়মিত সেক্স করা ভালো। সেক্স করলে গোটা শরীরে রক্তের প্রভাব বাড়িয়ে
দেয়। এর ফলে রক্ত সঞ্চালন ঠিক থাকে। সপ্তাহে কতবার সহবাস করা উচিত এই নিয়ে
অধিকাংশ বিজ্ঞানে আলোচনা করেছেন।
নানা বিশেষজ্ঞের নানা প্রচলিত করেছে তার মধ্যে অধিকাংশ বিশেষজ্ঞ বলেছেন সপ্তাহে
একবার সেক্স করা উচিত। সর্বোচ্চ হলে দুইবার সেক্স করা যাবে।
বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা কি অন্যায়?
বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা কি অন্যায় এমন প্রশ্ন অনেকের মনে জেগে ওঠে। এই
বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আমরা সবাই জানি বিয়ের আগে
শারীরিক সম্পর্ক অন্যায়।
আমাদের দেশে এখন প্রায় সব বয়ঃসন্ধিকালের সন্তানরা প্রেমের সম্পর্কে জড়িত। এ
প্রেমের সম্পর্ক থেকে তারা শারীরিক সম্পর্ক করে। এটি ইসলামের দিক দিয়ে অবাধ্য।
আমাদের দেশে এই কাজটি প্রেমিক যুগলেরা লুকিয়ে করে থাকে।
পরবর্তীতে একটি নারীর জন্য মানসিক ভীতি বা বিকাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেক
সময়ে কারণে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তখন নারীর পরবর্তী বিয়ের সময় তার
বিয়ে ভাঙ্গন আসতে পারে।বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে তা জানাজানি হলে নারীরা
হয় কলঙ্কের স্বীকার।
শারীরিক সম্পর্ক এ বিষয়টি জানাজা দিয়ে হয়ে গেলে আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব
সকলে দূরে চলে যায় আপনাকে পাপীর দৃষ্টিতে দেখে। ফলে তার বাকি জীবনটা সুষ্ঠু হবে
কাটাতে অসম্ভব হয়ে যায়। ইসলামের দিক দিয়ে বিয়ের আগে এই শারীরিক সম্পর্ক
অন্যায়।
কারণ এই শারীরিক সম্পর্ক একজন স্বামী স্ত্রীর জন্য বৈধ্য।বিয়ের আগে শারীরিক
সম্পর্ক করলে মহান আল্লাহ তায়ালা বলেছেন এই সম্পর্ক টি জেনা। এই জেনা করা অনেক
বড় একটি গুনা। পৃথিবীতে বিয়ের আগে কোন শারীরিক সম্পর্ক করলে মৃত্যুর পর আল্লাহ
তায়ালা তার কঠিন শাস্ত্রের ব্যবস্থা করে রেখেছেন। শারীরিক সম্পর্কটা শুধু
স্বামী-স্ত্রীর জন্য আল্লাহ তায়ালা বৈধ্য করেছেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url