কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় জেনে নিন

বিড়ালের নখের আচরে কি সমস্যা হয়আপনাদেরকে কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় বা ভ্যাকসিন না দিলে কি হবে আজকে আমরা আর্টিকেল এর মধ্যে আলোচনা করব।

কুকুর-কামড়ালে-কত-দিনের-মধ্যে-টিকা-দিতে-হয়-জেনে-নিন

কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়

কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় জেনে নিন

আপনাকে কুকুর কামড়ালে কতদিনের মধ্যে টিকা দিতে হবে এ বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনাকে যদি কোন কুকুর কামড়ায় সেই জায়গাটি অতিরিক্ত জলাতঙ্ক করে। এই জলাতঙ্ক প্রতিরোধ করতে হলে প্রথমে আপনাকে ১৫ থেকে ২০ মিনিট কামড়ানোর জায়গাটিকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

কুকুর কামড়ানোর ২ থেকে ৫ দিনের মধ্যে টিকা দিতে হবে। ২ থেকে ৫ দিনের বেশি হয়ে গেলে কুকুর এই বিষাক্ত বিষটি আপনার গোটা শরীর ছড়িয়ে যেতে পারে। এতে আপনার বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আপনাকে কুকুর কামড়ানোর ২ থেকে ৫ দিনের মধ্যে টিকা দিতে হবে।

এই টিকা দিতে আপনি যত দেরি করবেন কুকুরের বিষাক্ত বিষটি আপনার গোটা শরীর ছড়িয়ে যাবে। এর জন্য কুকুর কামড়ানোর সাথে সাথে বা ২ থেকে ৫দিনের মধ্যে টিকা দিয়ে ফেলতে হবে।

কুকুর কামড়ালে কয়টি টিকা দিতে হয়

আপনারা অনেকে জানেন না কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়  বা কয়টা টিকা দিতে হয়। কুকুর কামড়ালে শুধু বেদনাদায়ক হয় বিষয়টা এমন না কুকুর কামড়ানোর পর সঠিকভাবে চিকিৎসার না নিলে গুরুতর সংক্রমণ রোগ হতে পারে। ও আপনার জীবনের ঝুকি থাকতে পারে।
আরো পড়ুন:কুকুর কামড়ালে কি হয় - যা দ্রুত করবেন
তাই কুকুর কামড়ানোর সাথে সাথে আপনার জীবনের ঝুঁকি কমানোর জন্য অবিলম্বে চিকিৎসা মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুকুর কামরানের সাথে সাথে আপনাকে কোন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। ও ডাক্তারদের নিয়ম অনুযায়ী টিকা দিতে হবে।
 
আপনাকে কোন কুকুর কামড়ালে তার পরিস্থিতির ওপর আপনাকে কয়েকটি টিকা দেওয়া যেতে পারে তা নির্ভর করে। কুকুর কামড়ানোর পর আপনাকে ৫ টি ডোজ ডোজ দেওয়া লাগবে। 

  • দিন 0: প্রাথমিক ডোজ
  • দিন 3: দ্বিতীয় ডোজ
  • দিন 7: তৃতীয় ডোজ
  • দিন 14: চতুর্থ ডোজ
  • দিন 28: পঞ্চম ডোজ (ঐচ্ছিক, রোগীর ঝুঁকির কারণের উপর নির্ভর করে
কুকুর কামড়ালে আপনাকে এ পাঁচটি ডোজ অবশ্যই দেওয়া লাগবে। এ পাঁচটি ডোজ না দিলে আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে।

কুকুর কামড়ালে কত দিনের মধ্যে জলাতঙ্ক হয়

আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় বা কুকুর কামড়ালে কতদিনের মধ্যে  জলাতঙ্ক হয়। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কুকুর কামড়ালে কত দিনে মধ্যে জলাতঙ্ক হয়। কুকুর কামড়ানোর পর জলাতঙ্ক হওয়ার ইনকিউবেশন সাধারণত তিন মাস পর্যন্ত হতে পারে।

আমাদের অনেকের বাসায় পোষা কুকুর আছে এই কুকুর গুলান অনেক সময় আপনাদেরকে কামড়াইতে পারে। পোষা প্রাণী হিসেবে কুকুর আমাদের কাছে অনেক জনপ্রিয় একটি প্রাণী। কুকুরের কিছু স্বভাবগত বিশেষ করে এর প্রভু ভক্ত বৈশিষ্ট্য জন্য আমাদের মাঝে এত বেশি প্রিয়। 

তবে আপনার এ প্রিয় পোষা প্রাণীর কামড় থেকে আপনার হতে পারে জলাতঙ্ক রোগ। তাই বাসার পোষা প্রাণীর সময় মত টিকা নিশ্চিত করতে হবে। জলাতঙ্কের ইনকিউবেশন পিরিয়ড থেকে অর্থাৎ কুকুরের কামড়ের কারণে রেবি ভাইরাস শরীরে প্রবেশ করে। কুকুর কামড়ালে সাধারণত ৩ মাস জলাতঙ্ক হয়।

কুকুর কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয়

আপনারা অনেকে জানতে চান কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় বা কি ভ্যাকসিন দিতে হয়। কোনো ভ্যাকসিন বা কোন ডোজ দিতে হবে কিনা অনেকে জানেন না। আবার অনেকে কুকুর কামড়ালে গুরুত্ব দেন না। কিন্তু এটা অনেক বিপদজনক আপনার জীবনের উপরে থাকবে।
কুকুর-কামড়ালে-কি-ভ্যাকসিন-দিতে-হয়

কুকুর কামড়ালে আপনার শরীরে র‍্যাবিস নামের এক প্রকার ভাইরাস প্রবেশ করতে পারে। এ ভাইরাস আপনার জন্য অনেক ক্ষতিকর। এই ভাইরাসের সংক্রমণে হতে পারে প্রাণঘাতী জলাতঙ্ক রোগ। আপনাকে যদি মৃদু কামড় বা আঁচড় দেয় সে ক্ষেত্রে আপনি আঁচড় দেওয়া জায়গাটি ভালো হবে পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগাতে হবে।

এবং হাসপাতালে গিয়ে বা কোন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কুকুরের কামড়ে যদি আপনার অনেক রক্তপাত হয় বা গভীর ক্ষত হয় তাহলে আপনাকে দ্রুত ভ্যাকসিন নিতে হবে।

কামড়ানোর সাথে সাথে আপনাকে ১০ থেকে ১৫ মিনিট সাবান দিয়ে ক্ষত জায়গাতেই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবং আপনাকে খুব দ্রুত হাসপাতালে যেতে হবে এবং ভ্যাকসিন দিতে হবে। কুকুরের কামর বা আঁচড়ের ফলে সৃষ্ট ক্ষতস্থানকে ৩ টি ক্যাটাগরিতে ভাগ করা যাই।

 প্রথম ক্যাটাগরিতে কুকুর কামড় দিলে কোন ভ্যাকসিন লাগবেনা। ২ ও ৩ ক্যাটাগরিতে কামড় দিলে ভ্যাকসিন দেওয়া লাগবে। ক্যাটাগরি ও কি ভ্যাকসিন দিতে হবে তা নিচে নিচে দেওয়া হলো। যেমন :

  • আপনার শরীরে যেখানে কোনো ক্ষতস্থান থাকে না। কুকুরের সংস্পর্শে আসা, কুকুরকে খাওয়ানোর সময়, আদরের সময় লালা লেগে গেছে কিন্তু কোনো কামড় বা আঁচড় হয়নি বা কোনো ক্ষতস্থানে লালা লাগেনি সেক্ষেত্রে এটি ক্যাটাগরি ১। এর জন্য টিকা নেওয়ার প্রয়োজন নেই। জায়গাগুলো সাবান পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে।
  • আবার কুকুরের কামড় বা আঁচড়ের ফলে শরীরে ক্ষত থাকে, কিন্তু রক্তপাত হয় না। এর জন্য অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন (এআরভি) নিতে হবে।
  • আপনার শরীরে ক্ষত থাকে এবং রক্তপাত হয়। এ ছাড়া মাথায়, বুকে বা ঘাড়ে কুকুরের কামড় বা আঁচড়ে রক্তপাত হোক বা না হোক, সেটিকে ক্যাটাগরি ৩ ধরা হয়। কারণ এই জায়গাগুলো মস্তিষ্কের একদম কাছাকাছি। র‌্যাবিস ভাইরাসটি মস্তিষ্কে ছড়িয়ে পড়ে প্রদাহ সৃষ্টি করে ফলে মৃত্যু হয়। এক্ষেত্রে রোগীকে জলাতঙ্কের টিকা নিতে হবে। বিশেষ করে ক্যাটাগরি ৩ বাইটের জন্য অ্যান্টি র‌্যাবিস ইমিউনোগ্লোবিউলিন (আরআইজি) ইনজেকশনও নিতে হবে।
২ ও ৩ পয়েন্ট ক্যাটাগরিতে টুকুর কামার ভাঙলে ভ্যাকসিন দিতে হবে। কুকুর কামড়ালে দুই ধরনের ভ্যাকসিন দিতে হয়। এআরভি ভ্যাকসিন ও আরআইজি ভ্যাকসিন এই দুই ধরনের কামড়ানোর ক্যাটাগরির ওপর দিতে হয়।

কুকুরকে ভ্যাকসিন দেওয়ার নিয়ম

আপনারা অনেকেই জানেন না কুকুরের ভ্যাকসিন দেয়ার নিয়ম বা কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় হবে। আপনাদের অনেকের বাসায় পোষা কুকুর আছে। আপনার পোষা কুকুরটি আপনার ঘরে সব সময় আসা যাওয়া করে। কুকুরের শরীরে অনেক ধরনের রোগ থাকে এ রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন রয়েছে।

ভ্যাকসিন হচ্ছে প্রতিষেধক যা কুকুরের শরীরে antibpdies তৈরি করে এবং রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। অনেকের মনে প্রশ্ন ভ্যাকসিন কেন দিতে হয়।

আপনার পোষা কুকুরের কিছু মারাত্মক রোগ হলে কুকুর মারা যায় এমনকি তখন কোন ওষুধ করে না। এর জন্য আপনার পোষা কুকুরকে রোগ হওয়ার আগে থেকেই ভ্যাকসিন দিতে হবে।

কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হবে বা কি ভ্যাকসিন দিতে হবে আপনারা  জেনে নিন। 

আমাদের বাংলাদেশের সাধারণত দুইটি ভ্যাকসিন কুকুরের জন্য খুবই উপযোগী। যেমন:

১। EURICAN

EURICAN vaccine টি EURICAN DHPPi-L এবং EURICAN DHPPi-LR এর সমন্বয়ে গঠিত খুবই শক্তিশালী এবং কার্যকরী কুকুরের প্রতিষেধক। এটি কুকুরকে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত প্রাণনাশক রোগ থেকে সুরক্ষিত রাখে। এই vaccine যেসব রোগ প্রতিরোধ করে-1. Rabies,
2. Distemper,
3. Hepatitis,
4. Parvovirus,
5. Parainfluenza,
6. Leptospira canicola,
7. Leptospira icterohaemorraghiae.

এই vaccine দেওয়ার নিয়ম হচ্ছেঃ

৪-৬সপ্তাহঃ কুকুরের ৪-৬সপ্তাহ বয়সে প্রথম EURICAN vaccine টি দিতে হয়।
৮ সপ্তাহঃ এরপর কুকুরের ৮ সপ্তাহ বয়সে EURICAN DHPPi-L টি দিতে হয়।
১২ সপ্তাহঃ সবশেষে কুকুরের ১২ সপ্তাহ বয়সে EURICAN DHPPi-LR টি দিতে হয়। এরপর vet এর পরামর্শে প্রতিবছর Booster Dose দেওয়া উচিৎ।

২। RABISIN

RABISIN Vaccine টি কুকুরকে জলাতঙ্ক (Rabis) রোগ থেকে সুরক্ষিত রাখে। কুকুরের বয়স 12 সপ্তাহ হওয়ার পরে RABISIN vaccine দিতে হবে। এরপর vet এর পরামর্শে প্রতিবছর Booster Dose দেওয়া উচিৎ।

আপনার পোষা প্রিয় কুকুরটিকে এই দুইটি ভ্যাকসিন সময় মত সঠিকভাবে দিতে আবে। নয়তো আপনার প্রিয় কুকুরটি কোন দুর্ঘটনা করতে পারে।

জলাতঙ্ক রোগের টিকা কত দিনের মধ্যে দিতে হয়?

আপনারা অনেকে জানতে চান জলাতঙ্ক রোগের টিকা কতদিনের মধ্যে দিতে হয়। এই জলাতঙ্ক টিকা ঠিক সময় এ না দিলে আপনার জীবন ঝুঁকির ওপর থাকবে। এই জলাতঙ্ক রোগ সংস্পর্শে আসার সাথে সাথে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাতে হবে। 

যদি কুকুরের কামড়ে বা আচর বা সংস্পর্শে আসার কারণে জলাতঙ্ক রোগের ঝুঁকে তৈরি হয়। এই জলাতঙ্ক রোগ আপনার জীবন মৃত্যুর দিকে ঠেলে দেয়। এর জন্য আপনাকে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে পরামর্শ করে HRIG ও ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে হবে। 

আপনাকে সাধারণত ১৪দিনের মধ্যে ৫ টি ইনজেকশনের মাধ্যমে ভ্যাকসিন গুলান সম্পূন্ন করতে হবে। আপনাকে প্রথম ডোজের পর ৩য়,৭ম,এবং ১৪ তম দিনে আরো ডোজ নিতে হবে।আপনাকে যত দ্রুত সম্ভব এই চিকিৎসা শুরু করতে হবে তাহলে সংক্রমণ রোগ রোধ করা হবে। 
কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় তা অনেকেই জানেন না। 
কুকুর কামড়ানোর ১৪ দিনের মধ্যে আপনার জলাতঙ্ক রোগের ডোজ সম্পন্ন করতে হবে।

কুকুর কামড়ালে প্রাথমিক চিকিৎসা কী?

আপনারা অনেকে জানতে চান কুকুর কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় বা কুকুর কামড়ালে প্রাথমিক চিকিৎসা কি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কুকুর কামড়ালে প্রাথমিক চিকিৎসার বিষয়ে। কুকুরের কামড় খাওয়ার মত দুর্ঘটনায় যে কারো সবার সাথে ঘটতে পারে।
কুকুর-কামড়ালে-প্রাথমিক-চিকিৎসা-কী?

কুকুরের কামড় থেকে আপনার শরীরে জলাতঙ্ক রোগ যে রোগটি অনেক বিপদজনক। জলাতঙ্ক রোগ হলে মস্তিষ্কে প্রদাগ এবং এর সাথে খাদ্যনালী তীব্র সংকোচন হয়। এমন রোগ কোন কিছুর শব্দ বা আলো সহ্য করতে পারে না। 

এর জন্য আপনাকে কোন কুকুর কামড়ালে সাথে সাথে চিকিৎসা করাতে হবে চিকিৎসা না করালে আপনার জীবনে মারাত্মক সমস্যা আকার ধারণ করবে। আপনাকে কুকুর কামড়ানোর পর কি কি প্রাথমিক চিকিৎসা নিবেন তা আলোচনা করা হল।

কুকুর কামড়ালে পাঁচটি প্রাথমিক চিকিৎসা বলা হলো :

  • আপনাকে কুকুর কামড় দিলে সে ক্ষতস্থান ভালোভাবে সাবান দিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত পরিষ্কার করতে হবে। একটি ভালো পরিষ্কার তোয়ালে ক্ষতের স্থানটি ভালোভাবে চেপে ধরতে হবে। এন্টি ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা ভালো। এই সাবানে ক্ষতিকর ভাইরাস ক্ষতস্থানে লেগে থাকলে তা নষ্ট করে দেয়। তবে ক্ষত পরিষ্কার করার সময় বেশি ঘষাঘষি করবেন না।
  • আপনাকে কোন কুকুর কামড়ালে সে ক্ষত স্থান থেকে রক্ত বের হলে কোন কিছু দিয়ে রক্ত পড়া বন্ধ করতে হবে। আপনার সেই ক্ষতস্থানে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে যেন রক্ত না বের হয়।
  • আপনার ক্ষতস্থানটিকতে অ্যান্টিব্যাকটেরিয়া ক্রিম বা অয়েন্টমেন্ট ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর একটি গজ কাপড় দিয়ে ভালোভাবে ব্যান্ডেজ করতে হবে। কারণ আপনার ক্ষতস্থানটি খলা থাকলে এতে বিভিন্ন রোগ ও জীবন প্রবেশ করতে পারে।
  • কুকুর কামড়ানোর সাথে সাথে দ্রুত কোন ডাক্তারের কাছে চাইতে হবে। আপনি যত দ্রুত টিকা দিবেন ততোই আপনার জীবনে ঝুকিমুক্ত কম হবে। আর টিকা না নিলে আপনার জলাতঙ্ক রোগ হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ভ্যাকসিন দিতে হবে। কুকুর কামড়ানোর ২৪ ঘন্টার মধ্যে ইনজেকশন দিতে হবে।
  • আপনাদেরকে কুকুর কামড়ালে অনেক সময় মানসিকতা ভেঙে পড়েন। তেমন কিছু হবে না আবার সুস্থ হয়ে যাব এমনভাবে আপনাকে আপনার মন শক্ত করতে হবে। আপনি কিছু প্রাথমিক চিকিৎসা নিয়ে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন।
এ পাঁচটি প্রাথমিক চিকিৎসা করলে আপনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ও আপনার কোন দুর্ঘটনার সম্মুখে হতে হবে না।


কুকুর কামড়ালে ভ্যাকসিন না নিলে কি হয়?

আপনারা অনেকে জানতে চান কুকুর কামড়ালে ভ্যাকসিন না নিলে কি হয়। আজকে আমরা আপনাদের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করব। কুকুর কামড়ালে ভ্যাকসিন না নিলে ও টিকা না দিলে আপনার জলাতঙ্ক রোগ হতে পারে। 
এই জলাতঙ্ক ভাইরাস টি শরীরে একবার ঢুকলে তা স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে ঝড়িয়া পড়ে এবং মারাত্মক অসুস্থতা সৃষ্টি করে যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ দেখা দেয়। এর জন্য কুকুর কামড়ালে আপনাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিষেধক টিকা নিতে হবে।
 
 কুকুর কামড়ানোর সাথে সাথে যত দ্রুত পারেন চিকিৎসা নিতে হবে। কুকুর কামড়ানোর ২৪ ঘন্টার মধ্যে আপনাকে টিকা বা ভ্যাকসিন দিতে হবে। কুকুর কামড়ানোর পর ভ্যাকসিন না দিলে আপনার শরীরে একটি কয়েকটি জীবাণু যুক্ত রোগ দেখা দিবে। 

এ রোগ গুলো আপনাকে মৃত্যুর দিকে ফেলে দিবে। এর জন্য আপনাকে কুকুর কামড়ালে চিকিৎসা করতে হবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url